দেশ বিভাগে ফিরে যান

সিভিল সার্ভিসেসে প্রথম চারজনই মহিলা

মে 23, 2023 | < 1 min read

২০২১-এর পর ২০২২। ব্যাক টু ব্যাক দু বছর ইউপিএসসি টপ করলেন মহিলা প্রার্থীরা। আগেরবার প্রথম তিনটি স্থান দখল করলেও এবার চারটি দখল করেছেন তাঁরা।

২০২২-এর ফলাফল প্রকাশ্যে আসতেই দেখা যাচ্ছে, শীর্ষ স্থানে রয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্রী ঈশিতা কিশোর। দ্বিতীয় স্থানে রয়েছেন গরিমা লোহিয়া, তৃতীয় স্থানে রয়েছেন উমা হারাথি এন, চতুর্থ স্থানে রয়েছেন স্মৃতি মিশ্র।শুধু উমা হায়দরাবাদ আইআইটির ছাত্রী, বাকি দুজনও দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী।

২০২১-এর পরীক্ষার প্রথম তিনটি স্থান দখল করেছিল মেয়েরা।

২০২২ সালের ইউপিএসসির মাধ্যমে ১,০২২ শূন্যস্থান পূরণ করার লক্ষ্য ছিল, কিন্তু পাশ করেছেন মোট ৯৩৩ জন। ৬১৩ জন পুরুষ ও ৩২০ জন মহিলা। প্রথম ২৫ জনের মধ্যে ১৪ জন মহিলা এবং ১১ জন পুরুষ। পাশ করা প্রার্থীদের মধ্যে ৩৪৫ জন জেনারেল, ৯৯ জন আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির, ২৬৩ জন ওবিসি (অনগ্রসর শ্রেণির), ১৫৪ জন তফসিলি জাতি (এসসি), ৭২ জন তফসিলি উপজাতির (এসটি)। এর সঙ্গে ১৭৮ জন সংরক্ষিত তালিকায় রয়েছে।

প্রিলিম দেওয়ার আবেদন করেছিলেন ১১ লক্ষ ৩৫ হাজার ৬৯৭ জন প্রার্থী। পরীক্ষায় বসেছিলেন ৫ লক্ষ ৭৩ হাজার ৭৩৫ জন। মেন্স দিয়েছেন ১৩ হাজার ৯০ জন। ইন্টারভিউ দিতে পেরেছেন ২,৫২৯ জন। পাশ করেছেন ৯৩৩ জন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে বলল নরেন্দ্র মোদির সরকার
FacebookWhatsAppEmailShare
নতুন দল গড়ে এবার রাজনীতির ময়দানে প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare
অলিম্পিকের সময়ে মোদির ফোন না ধরা নিয়ে বিস্ফোরক ভিনেশ
FacebookWhatsAppEmailShare