বাংলা বিভাগে ফিরে যান

আজ বিকেল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি বাংলায়

এপ্রিল 29, 2023 | < 1 min read

শনিবার (২৯ এপ্রিল) বিকেল থেকেই দুর্যোগ শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বেড়ে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতি তুলতে পারে।

রবিবার ও সোমবার কমলা সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কয়েকটি জেলায় হতে পারে শিলাবৃষ্টি।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রাজ্য জুড়ে সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। নিম্নচাপ অক্ষরেখার জন্য ঠান্ডা হাওয়া এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ হাওয়ার ফলে রাজ্যে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে এবং তা থেকেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে।

শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক ভাবে মেঘলা। দুপুরের পর ঘন কালো মেঘে ঢাকছে আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হবে বিকেল থেকে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare