বাংলা বিভাগে ফিরে যান

পড়ুয়ার বুদ্ধিতে দুর্ঘটনা এড়াল লোকাল ট্রেন

এপ্রিল 26, 2023 | < 1 min read

নলহাটিতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল লোকাল ট্রেন, দুই পড়ুয়া কেমন করে বাঁচাল?

স্কুল পড়ুয়ার বুদ্ধিতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলো লোকাল ট্রেন(Local Train)। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে।।

সোমবার বিকেলে ওই দুই খুদে স্কুল পড়ুয়ালাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় লক্ষ্মীপুর-লোহাপুর রেল লাইনের মাঝে বড়সড় ফাটল দেখতে পায়। ঠিক সেই সময় রামপুরহাট-আজিমগঞ্জ লোকাল ট্রেনটি লক্ষ্মীপুর স্টেশন ছেড়ে ঘটনাস্থলের দিকেই আসছিল।

সঙ্গে সঙ্গে দু’জনে ছুটে গিয়ে খবর দেয় গেটম্যানকে। সেখান থেকে ফোন যায় লোহাপুর স্টেশনে। রামপুরহাট-আজিমগঞ্জ লোকাল ট্রেন তখন লক্ষ্মীপুর স্টেশন ছেড়ে বেরিয়ে গিয়েছে। দ্রুত ফাটল লাইনের উপরে লাল পতাকা লাগানো হয়। তারপর ট্রেনটিকে থামানো হয়।

দ্বাদশ শ্রেণির দুই পড়ুয়া জয়রাম মাল ও গৌরব মাল, দু’জনেরই বাড়ি তৈহার গ্রামে। লোহাপুর এমআরএম হাইস্কুলের ছাত্র তারা।

ট্রেনটিকে সেই সময় থামানো না গেলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, শতাধিক যাত্রীর প্রাণ নিয়ে টানাটানি হতে পারতো।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare