দেশ বিভাগে ফিরে যান

অরুণাচল থেকে অমানবিকভাবে আনা হচ্ছে হাতিদের

এপ্রিল 25, 2023 | < 1 min read

বিজেপি শাসিত রাজ্যে পাচার হচ্ছে হাতি। গত ২১ এপ্রিল অরুণাচলপ্রদেশের নামসাই থেকে ট্রাকে করে পুলিশি পাহারায় ২০টি হাতিকে নিয়ে যাওয়া হয়েছে গুজরাটের জামনগরে। কিন্তু এই ধরণের কাজ কি আদৌ আইনসঙ্গত? এই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

তবে বনবিভাগের দাবি, এই কাজ অন্যায় নয়, সবই হয়েছে নিয়ম মেনে। এমনকি, গাড়িগুলোর কাছে প্রয়োজনীয় সব বৈধ নথিও রয়েছে।
সুপ্রিম কোর্ট নিযুক্ত হাই পাওয়ার কমিটির নির্দেশে এদের পাঠানো হয়েছে জামনগরের ‘Radha Krishna Elephant Trust’কে। সূত্র মারফত খবর, ওই ট্রাস্ট আবার দেখভাল করে রিলায়েন্স সংস্থা।

ছবিতে দেখা যাচ্ছে হাতিগুলিকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে, বন্যপ্রাণীদের প্রতি এহেন অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বেশ কিছু বন্যপ্রেমী সংস্থা। এছাড়া, বন্যপ্রাণীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন দাবি করেছে, জামনগরে হাতির থাকার উপযুক্ত পরিবেশ নেই। কীভাবে সেখানে হাতি সুস্থ থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

প্রসঙ্গত, এর আগেও অসম এবং অরুণাচল প্রদেশ থেকে গুজরাট সহ বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে হাতি।সেই হাতিগুলিকে আর ফিরিয়ে আনা হয়নি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare