ভ্রমণ বিভাগে ফিরে যান

দার্জিলিংয়ে কমলালেবুর গ্রাম

এপ্রিল 25, 2023 | < 1 min read

দীঘা, পুরীর মতন দার্জিলিংও এখন আমাদের সপ্তাহান্তের ডেস্টিনেশন। তার মধ্যে এই গরমে তো মানুষ আরও বেশি করে পাহাড়মুখী হচ্ছেন। যদি চান অফবিট ডেস্টিনেশনের খোঁজ তাহলে যেতে পারেন দার্জিলিং পাহাড়ের একেবারে আনকোড়া জায়গা ছোটা মাঙ্গোয়াতে। শহুরে ব্যস্ততা নেই পাহাড়ি ছোট গ্রাম মাঙ্গোয়াতে। এখানে এলে আপনি চা বাগান, কাঞ্চনজঙ্ঘা, কমলালেবু বাগান, পাহাড়ি নদী, ফুলে ঢাকা রাস্তা, সবটাই পাবেন। আর পাবেন একরাশ নির্জনতা,অপার ভালো লাগা।

অনেকে কমলালেবুর বাগান দেখার জন্য সিটং যান, কিন্তু ছোট মাঙ্গোয়াও কারোর থেকে কম যায় না। এছাড়া তিস্তা নদীতে অ্যাডভেঞ্চার স্পোর্টসে নামার ইচ্ছা থাকলেও এটি আদর্শ জায়গা। টেন্টের ব্যবস্থাও আছে, এক একজনের খরচ ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। এনজেপি থেকে সরাসরি গাড়ি ভাড়া করে আসতে পারেন ছোট মাঙ্গোয়াতে। দূরত্ব মাত্র ৭৫ কিলোমিটার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পর্যটকদের জন্য নতুন ঠিকানা অপরূপ পাশাবং
FacebookWhatsAppEmailShare
এই গরমে আপনার গন্তব্য হোক পাহাড়ি অফবিট গ্রাম চিসাং
FacebookWhatsAppEmailShare
লাক্ষাদ্বীপ-মালদ্বীপ বিবাদের মূলে কে?
FacebookWhatsAppEmailShare