কলকাতা বিভাগে ফিরে যান

সল্টলেক সেন্ট্রাল পার্কে চলছে ‘বাংলার নবজাগরণ ১৪৩০’

এপ্রিল 23, 2023 | < 1 min read

বাঙালির রক্তে ব্যবসা’ দেখবেন?

‘বাংলার নবজাগরণ ১৪৩০’, ‘বাঙালির রক্তে ব্যবসা’ ব্যানারে ছেয়ে গিয়েছে তিলোত্তমা।

বাঙালির ব্যবসায়িক বৈশিষ্ট্যকে বিশ্বের সামনে তুলে ধরতে নব-গঠিত বেঙ্গল বিজনেস কাউন্সিল বা বঙ্গীয় আন্তর্জাতিক বাণিজ্য কাউন্সিলের উদ্যোগে সল্ট লেকের সেন্ট্রাল পার্কে শুরু হয়েছে ‘বাংলার নবজারণ’।

বাঙালির ব্যবসায়িক ইতিহাসকে সামনে রেখে এই উৎসবে সামিল হয়েছে কেসি পাল থেকে কেসি দাস, শালিমার্স থেকে বিএন সর্দার – বাঙালির মালিকানাধীন সকল ব্যবসার বিরাট সম্ভার নিয়ে বসেছে এই উৎসব।

চলছে গানবাজনা, খাওয়াদাওয়াও।

২১-২৩ এপ্রিল দুপুর ১২টা থেকে রাত ১০টা অবধি চলবে এই উৎসব।

তাই আর দেরি না করে, বাঙালির শিরায় উপশিরায় বইতে থাকা ব্যবসার রক্তকে চিনে নিতে পৌঁছে যান সেন্ট্রাল পার্কে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘মধ্যস্থতার প্রয়োজন নেই’, অপর্ণা-পরমব্রতদের ইমেলের জবাবে বার্তা জুনিয়র ডাক্তারদের
FacebookWhatsAppEmailShare
লালবাজারে কর্তাদের ডিপিতে ‘সত্যমেব জয়তে’
FacebookWhatsAppEmailShare
চতুর্থীর জনজোয়ারকে হার মানাল পঞ্চমীর রাত
FacebookWhatsAppEmailShare