ভ্রমণ বিভাগে ফিরে যান

জন সাধারণের জন্য খুলে গেলো রাজভবন

এপ্রিল 19, 2023 | < 1 min read

নববর্ষের দিন থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এই ভবন। নাম দেওয়া হয়েছে হেরিটেজ ওয়াক, যেখানে গাইড হিসেবে ব্যবহার করা হবে এনসিসিকে।
ডার্বিশায়ারে লর্ড কার্জনের H আকৃতির কেডলস্টন হল এস্টেটকে অনুকরণ করে তৈরি করা হয়েছিল রাজভবনের নকশা।
শোনা যায়, এই কলকাতার রাজভবন থেকেই ব্রিটিশরা নিয়ন্ত্রণ করতো চীন-সিঙ্গাপুরের সরকারি কাজ। প্রথম আফিম যুদ্ধে ব্যবহৃত একটি কামান বসানো আছে নর্থ গেটের কাছে, যেটি ন্যানকিং থেকে আমদানি করেছিলেন লর্ড এলেনবোরো।
রাজভবনের ভেতরে রয়েছে গ্র্যান্ড বলরুম, হলুদ ড্রইং রুম, ব্রাউন ডাইনিং হল, যেখানে পালিত হয় সাধারণতন্ত্র ও স্বাধীনতা দিবস। থ্রোন রুমে অবস্থিত একটি টুল নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে, অনেকে সেটিকে টিপু সুলতানের পরাজয়-পরবর্তী সিংহাসন বলে মনে করেন, আবার বহু ইতিহাসবিদ সেই তথ্য নাকচ করেন।
রাজভবনের বিস্মৃত বাগান অবশ্যই দর্শনীয়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পর্যটকদের জন্য নতুন ঠিকানা অপরূপ পাশাবং
FacebookWhatsAppEmailShare
এই গরমে আপনার গন্তব্য হোক পাহাড়ি অফবিট গ্রাম চিসাং
FacebookWhatsAppEmailShare
লাক্ষাদ্বীপ-মালদ্বীপ বিবাদের মূলে কে?
FacebookWhatsAppEmailShare