রিংকুর ‘লাস্ট ড্যান্স’-এ গুজরাত বধ কেকেআরের
লাস্ট ওভার থ্রিলার। যখন সবাই ধরে নিয়েছেন নিজেদের ঘরে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জয় ছিনিয়ে নিতে পেরেছে গুজরাত টাইটানস, ঠিক তখনই উলটপুরান।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গুজরাত। শুভমন গিল ও সাই সুদর্শনের সুঠাম ব্যাটিংয়ের ওপর ভর করে ১৫০ অবধি পৌঁছয় দল। তারপর সেই স্কোর একা ২০০ পার করে দেন বিজয় শঙ্কর। ৫টি ৬ ও ৪টি ৪ দিয়ে মাত্র ২৪ বলে ৬৩ রান করেন তিনি।
পাল্টা ব্যাট করতে নেমে দুই ওপেনার আহামরি কিছু করতে না পারলেও ভেঙ্কটেশ আইয়ার ৪০ বলে ৮৩ ও অধিনায়ক নীতিশ রানা ২৯ বলে ৪৯ করে স্থিরতা দেন ইনিংসকে। তারপরে হঠাৎ ছন্দপতন। রশীদ খানের স্পিনের ভেলকিতে পরপর উইকেট পড়ে যায় আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও আগের ম্যাচের হিরো শার্দুল ঠাকুরের।
শেষ ওভারে প্রয়োজন ছিল ২৯ রান। সিঙ্গেল নিয়ে রিংকু সিংকে স্ট্রাইক দেন উমেশ যাদব। ৫ বলে ২৮ করতে হবে। তারপর থেকেই অবিশ্বাস্য, অসম্ভবের সাক্ষী থাকলো আহমেদাবাদ।
৫ বলে পরপর ৫টি ছয় হাকিয়ে জয় ছিনিয়ে নেন রিংকু। ইয়র্কার, ফুল লেন্থ, শর্ট লেন্থ, বাউন্সার – কোনোকিছুতেই ছয় হাকানো বন্ধ করেননি রিংকু।
বলাই যায়, “আ স্টার ইজ বর্ন”।