দেশ বিভাগে ফিরে যান

এবার সাংসদদের সহায়ক বেছে দেবে কেন্দ্র

মার্চ 20, 2023 | < 1 min read

এবার বিরোধীদের ঘরেও গোয়েন্দাগিরির ছক বিজেপির। মন্ত্রীদের ব্যক্তিগত সহায়ক পদে বিজেপি-আরএসএস ঘনিষ্ঠরাই – ক্ষমতায় আসার পর অলিখিত এই নিয়ম চালু করেছিল মোদি সরকার। এবার সব সাংসদদের পার্সোনাল অ্যাসিস্টেন্ট বা পার্সোনাল সেক্রেটারি নিয়োগ করবে সংসদের সচিবালয়।

চিঠি বা নোটিস নির্দিষ্ট জায়গায় জমা দেওয়া, বিমানের টিকিট এবং অন্যান্য খরচ আদায় তো বটেই, সাংসদের গোপনীয় বার্তা পৌঁছনোর কাজও করে থাকেন ব্যক্তিগত সহায়করা। আর তাই এই পদে প্রত্যেক এমপিই বিশ্বস্ত ব্যক্তিকে নিয়োগ করে থাকেন। কিন্তু কেন্দ্র জানিয়েছে সরকারের তাকে ‘নিজের পছন্দ’ চলবেনা। তাই, সঙ্গে নিয়ে ঘুরতে হবে সরকার-নিযুক্ত সহায়ককে। ইতিমধ্যেই এই বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে।

কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, দুঁদে রাজনীতিক সাংসদদের কি এইভাবে শায়েস্তা করতে পারবে কেন্দ্র না এ নেহাৎ ছেলেমানুষি মাত্র।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিজেপি শাসিত ত্রিপুরায় বন্ধ ঐতিহ্যশালী দুর্গাপুজো, উৎসবে ফিরতে নারাজ উদ্যোক্তারা
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে বলল নরেন্দ্র মোদির সরকার
FacebookWhatsAppEmailShare