বিনোদন বিভাগে ফিরে যান

বসন্ত বিলাপের হাফ-সেঞ্চুরি

মার্চ 15, 2023 | < 1 min read

বসন্তে কোকিলের কুহতান, সরস্বতী পুজোয় মেয়েদের আর ছেলেদের গ্রুপের মধ্যে খুনসুটি থেকে দোলে রং দেওয়া নিয়ে চুলোচুলি। Battle of Sexes, চিরন্তন এক প্রাকৃতিক ঘটনা। আর এরকম খুব চেনা কিছু সাধারণ ঘটনা নিয়েই আজ থেকে ৫০ বছর আগে তৈরি হয়েছে ‘বসন্ত বিলাপ’ (১৯৭৩) ছবির প্লট। সাহিত্যিক বিমল করের কাহিনি অবলম্বনে দীনেন গুপ্তের পরিচালনায় বাঙালি পেয়েছিল এক নিওট্রাডিশনাল রোমান্টিক বাংলা কমেডি সিনেমা।

মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অপর্ণা সেন। তাদের সাথে স্ক্রিনে দাপিয়ে বেড়িয়েছিলেন রবি ঘোষ, চিন্ময় রায়, সুমিত্রা মুখোপাধ্যায়, কাজল গুপ্ত, গীতা দে, অনুপকুমার, তরুণকুমারের মতন বাংলা সিনেমার স্বর্ণযুগের অভিনেতারা। ‘বসন্ত বিলাপ’-এর গানগুলিও হিট ক্লাসিক। সুধীন দাশগুপ্তের কম্পোজিশনে মান্না দে’র কণ্ঠে ‘আগুন লেগেছে লেগেছে আগুন’ গানের তালে নেচে ওঠে Gen-Z।

সরস্বতীপুজো এবং দোল-এর মতো একেবারে বাঙালির সাংস্কৃতিক পরিমণ্ডলে ঘটে চলা অত্যন্ত ছোটো ছোটো ঘটনাকে নিয়ে তৈরি হওয়া ‘বসন্ত বিলাপ’, হস্টেলে থেকে আসা বা ক্লাব ঘেঁষা তরুণ-যুবদের জীবনের বিশেষ কিছু স্মৃতিকে উস্কে দেয় এখনো।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লরেন্স বিষ্ণয়ের জীবন নিয়ে তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ
FacebookWhatsAppEmailShare
৩৫ বছর পর ফের টিভিতে ফৌজি, শাহরুখের জায়গায় কোন অভিনেতা?
FacebookWhatsAppEmailShare
প্রয়াত দেবরাজ রায়
FacebookWhatsAppEmailShare