দেশ বিভাগে ফিরে যান

লোকমত পার্লামেন্টরি অ্যাওয়ার্ড

মার্চ 13, 2023 | < 1 min read

সংসদীয় রাজনীতিতে বিশেষ অবদানের জন্য আটটি বিভাগে দেওয়া হয়ে থাকে লোকমত পার্লামেন্টরি অ্যাওয়ার্ড।

আজ দিল্লির এডিএমসি কনভেনশন সেন্টারে আয়োজিত হয়েছে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। আটটি ভাগে এই পুরস্কারগুলি দেওয়া হয়।

২০২২ সালের সেরা সাংসদ পুরস্কার পেলেন তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়েন। এছাড়া অন্যান্য বিভাগে পুরস্কার পেয়েছেন কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, বিজেডির ভর্তৃহরি মেহতাব, এনসিপির বন্দনা চৌহান, আরজেডির মনোজ কুমার ঝা, মিমের আসাদউদ্দিন ওয়াইসি, বিজেপির তেজস্বী সূর্য এবং লকেট চ্যাটার্জি।

সংসদীয় গণতন্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্যে লোকসভা এবং রাজ্যসভা থেকে ৪ জন করে সদস্যকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এনসিপি সভাপতি শরদ পাওয়ারের নেতৃত্বে জুরি মেম্বারদের বৈঠকে এই পুরস্কার প্রাপকদের নাম প্রস্তাবিত হয়।

২০২০ থেকে ২০২১ পর্যন্ত দুই হাউসে সকল সাংসদের ভূমিকা পর্যালোচনা করে বিজয়ীদের চিহ্নিত করা হয়।সারা বছরে সাংসদদের গঠনমূলক ভূমিকাকে সম্মানিত করার জন্য ২০১৭ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিজেপি শাসিত ত্রিপুরায় বন্ধ ঐতিহ্যশালী দুর্গাপুজো, উৎসবে ফিরতে নারাজ উদ্যোক্তারা
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে বলল নরেন্দ্র মোদির সরকার
FacebookWhatsAppEmailShare