বাংলা বিভাগে ফিরে যান

উচ্চমাধ্যমিক উপলক্ষে বিশেষ বাস ও ট্রেন পরিষেবা

মার্চ 14, 2023 | < 1 min read

আজ থেকে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার দিনগুলিতে পরীক্ষা কেন্দ্রে পড়ুয়াদের পৌঁছতে যাতে কোন অসুবিধা না হয় তাই সরকারি বাস এবং লোকাল ট্রেনের বিশেষ পরিষেবার ব্যবস্থা থাকছে। উচ্চমাধ্যমিক ছাড়াও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার জন্য এই পরিষেবা দেওয়া হচ্ছে।

সরকারি বাস:

● প্রায় ১৫টি রুটে ‘পরীক্ষা স্পেশ্যাল’ বাস চালাবে রাজ্য পরিবহণ নিগম এবং কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম।
● এই রুটগুলিতে সকাল ৭টা ৪৫ মিনিট এবং ৮টা ১৫ মিনিটে বাস ছাড়বে।
● ফেরার পথে বেলা সাড়ে ১২টা এবং ১২টা ৪৫ মিনিটের দিকে বাস ছাড়বে।
● যেসব রুটে একটি বাস চলবে, সেখানে সকাল ৮টা এবং বেলা সাড়ে ১২টায় বাস ছাড়বে।

বিশেষ বাসের রুট:

● ঠাকুরপুকুর, সরশুনা, যাদবপুর, গড়িয়া ও ব্যারাকপুর থেকে হাওড়া।
● গড়িয়া থেকে টালিগঞ্জ এবং দেশপ্রিয় পার্ক হয়ে দু’টি আলাদা রুটে হাওড়া পর্যন্ত বাস চলবে।
● ঠাকুরপুকুর এবং নিউ টাউন থেকে শিয়ালদহ, বালিগঞ্জ, বিমানবন্দর, দক্ষিণেশ্বর থেকে এসপ্লানেড পর্যন্ত।
● কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর, ডানলপ থেকে বালিগঞ্জ, চেতলা থেকে পাইকপাড়া এবং কাঁকুড়গাছি থেকে বেহালা।

লোকাল ট্রেন:

● হাওড়া এবং শিয়ালদহ শাখায় একাধিক লোকাল ট্রেন মূলত সকাল ৮টা থেকে ১০টা এবং দুপুর ১টা ১৫ মিনিট থেকে ৩টে ১৫ মিনিটের মধ্যে ওই সব ট্রেন নির্দিষ্ট রুটে চলবে
● শিয়ালদহ-রানাঘাট শাখার পলতা, জগদ্দল, কাঁকিনাড়া এবং পায়রাডাঙা স্টেশনে একাধিক ট্রেন থামবে
● বারাসত-বনগাঁ শাখার সংহতি হল্ট স্টেশনে ট্রেন থামবে

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare