বাংলা বিভাগে ফিরে যান

রেনকোজি মন্দিরের চিতাভষ্ম নেতাজির নয়, রাজ্যপালকে চিঠি নেতাজির বংশধরের

মার্চ 9, 2023 | < 1 min read

নেতাজির মৃত্যু হয়েছিল তাইহকু বিমানবন্দরের প্লেন ক্র্যাশে নাকি তিনি গিয়েছিলেন স্ট্যালিনের রুশে, নাকি ভারতে এসে জীবনযাপন করেছিলেন গুমনামি বাবা রূপে? এই নিয়ে বিতর্ক চললেও আবার নেতাজি মৃত‌্যুরহস‌্য উসকে দিলেন তাঁর বড়দার নাতি ইন্দ্রনীল মিত্র। নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা প্রখ‌্যাত চিকিৎসক প্রয়াত সুনীলচন্দ্র বসুর নাতি ইন্দ্রনীল চিঠি লিখেছেন রাজ‌্যপাল বাংলার সি ভি আনন্দ বোসকে।

চিঠিতে তিনি বলেছেন, রেনকোজি মন্দিরের চিতাভস্ম নেতাজি সুভাষ চন্দ্র বসুর নয়, এবং তা ফিরিয়ে আনার কোনো দরকার নেই।

তিনি আরো বলেছেন, “কিছু ভণ্ড গবেষক এবং নিজেকে নেতাজির অনুরাগী বলে পরিচয় দেওয়া কয়েকজন ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। তাঁরা চায় ১৮ আগস্ট নেতাজির মৃত‌্যুদিবস হিসাবে ঘোষণা করতে”।

ইন্দ্রনীলের দাবি, তাইহকু বিমানবন্দরে প্লেন দুর্ঘটনায় জাপানি সৈনিক ইচিরো ওকুরার মৃত‌্যু হয়েছিল। কিন্তু এক শ্রেণির মানুষ সেটাকে নেতাজির মৃত‌্যু হিসাবে চালাতে চাইছে।

চিঠিতে তিনি শিশির কুমার বসুর পুত্র সুগত ও সুমন্ত্র বসু পরিচালিত ‘নেতাজি রিসার্চ ব্যুরো’ ও অমিয় নাথ বসুর পুত্র চন্দ্র কুমার বসুকেও আক্রমণ করেছেন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ব্যালটে ভাঁড়ে মা ভবানী, বামেদের ভরসা নারায়ণ-শ্রীলেখা
FacebookWhatsAppEmailShare
উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
FacebookWhatsAppEmailShare