শিক্ষা বিভাগে ফিরে যান

বাংলার শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত হতে চায় ইউনেস্কো

মার্চ 9, 2023 | < 1 min read

রাজ্যের প্রাথমিক ও বুনিয়াদি শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় ইউনেস্কোর ইনস্টিটিউট ফর লাইফলং লার্নিং। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সংস্থার পক্ষ থেকে এবিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। ইউনেস্কোর এই প্রতিষ্ঠানটির সদর দপ্তর জার্মানির হামবুর্গে।

চিঠি পেয়েই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইনস্টিটিউটের কর্তারা ভার্চুয়ালি প্রাথমিক বৈঠক করবেন রাজ্য প্রশাসনের সঙ্গে।

এই প্রতিষ্ঠান বুনিয়াদি ও প্রাথমিক শিক্ষা নিয়ে বিভিন্ন দেশে কাজ করছে। বিভিন্ন সংস্কৃতির ধারাকে বজায় রেখে মানবতার বিকাশ ঘটানো এই সংস্থার মূল লক্ষ্য, অপরদিকে এটি সাহায্য করবে দারিদ্র দূরীকরণের হাতিয়ার হিসেবেও।

প্রসঙ্গত, বাংলার প্রাথমিক শিক্ষা ইতিমধ্যেই দেশের মধ্যে সেরা তকমা পেয়েছে। এখন ইউনেস্কো এই ব্যবস্থার সঙ্গে যুক্ত হলে দেশের মধ্যে আধুনিক উন্নততর শিক্ষার ক্ষেত্রে তা নজির স্থাপন করবে সে ব্যাপারে কোন সন্দেহ নেই।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

উচ্চ প্রাথমিকে হবে ১৪ হাজার নিয়োগ, জট কাটলো আদালতের নির্দেশের
FacebookWhatsAppEmailShare
আর জি কর কাণ্ডের জেরে স্কুলে যৌন সচেতনতার পাঠ
FacebookWhatsAppEmailShare
যোগীরাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির পর্দাফাঁস
FacebookWhatsAppEmailShare