বাংলা বিভাগে ফিরে যান

নমামি গঙ্গে প্রকল্পে বঞ্চিত বাংলা

ফেব্রুয়ারি 28, 2023 | < 1 min read

নমামি গঙ্গে প্রকল্পে অর্থ অনুমোদনের ক্ষেত্রে আবারও বৈষম্যের শিকার বাংলা।
গঙ্গা দূষণ রুখতে এবার বাংলাকে মাত্র ১২৩ কোটি টাকা দেওয়া হয়েছে।
যা দিয়ে নদীয়ার চাকদহে দু’টি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট গড়ার ছাড়পত্র পেয়েছে বাংলা।
আর ডবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশকে দেওয়া হল ১০২৮ কোটি টাকার প্রকল্প।
এই প্রকল্পের অধীনে থাকা চারটি রাজ্যের মোট ন’টি প্রকল্পের জন্য ১,২৭৮ কোটি টাকা ছেড়েছে কেন্দ্রীয় সরকার।


এই খাতে খরচ হওয়া সমস্ত টাকার হিসেব কেন্দ্রকে যথাসময়েই দিয়েছে বাংলা।
তাছাড়া, রাজ্যে কী কী পরিকাঠামো তৈরি করা প্রয়োজন, সেসবই জানানো হয়েছিল দিল্লিকে।
তাই, স্বভাবতই আরও বেশি অর্থ আশা করেছিল ওয়াকিবহাল মহল।
কিন্তু প্রতিবারের মতন এবারও বাংলার কপালে জুটলো নাম মাত্র বরাদ্দ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare