বাংলা বিভাগে ফিরে যান

মাধ্যমিক পরীক্ষার জন্য বাড়ল লোকাল ট্রেনের স্টপেজ

ফেব্রুয়ারি 22, 2023 | < 1 min read

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ ঘোষণা পূর্ব রেলের। পরীক্ষার (Madhyamik Exam) দিনগুলিতে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতে সমস্যায় না পড়ে, সে কথা মাথাই রেখে বেশ কিছু লোকাল ট্রেনের বাড়তি স্টপেজের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।

পরীক্ষার দিনগুলিতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের দুই শাখায় বেশ কিছু ট্রেন (Train) অতিরিক্ত কয়েকটি স্টেশনে দাঁড়াবে বলে জানানো হয়েছে। ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত এই কদিনই বিশেষ পরিষেবা দেবে রেল।

একনজরে দেখে নিন কোন ট্রেন কখন কোথায় থামবে:

● শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল যাত্রাপথে পলতা, জগদ্দল এবং কাঁকিনাড়া স্টেশনে ১০টা ৬, ১০টা ১৭ এবং ১০টা ২০ মিনিটে দাঁড়াবে

● শিয়ালদহ-লালগোলা মেমু প্যাসেঞ্জার পলতা, জগদ্দল এবং কাঁকিনাড়া স্টেশনে ১০টা ৫৯, ১১টা ৮ এবং ১১টা ১১ মিনিটে দাঁড়াবে

● শিয়ালদহ-শান্তিপুর লোকাল জগদ্দল স্টেশনে ১১টা ১৯ মিনিটে দাঁড়াবে

● শিয়ালদহ-বনগাঁ লোকাল বিভূতিভূষণ হল্ট স্টেশনে দুপুর ৩টে ৩৩ মিনিটে দাঁড়াবে

● কলকাতা-লালগোলা মেমু প্যাসেঞ্জার পায়রাডাঙা স্টেশনে দুপুর ৩টে ২৭ মিনিটে দাঁড়াবে

● কল্যাণী সীমান্ত-শিয়ালদহ লোকাল কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতা স্টেশনে যথাক্রমে ১০টা ৩৯, ১০টা ৪২ এবং ১০টা ৫১ মিনিট থামবে

● বনগাঁ-শিয়ালদহ লোকাল ১১টা ৩৫ মিনিটে বিভূতিভূষণ হাটে থামবে

● লালগোলা–শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতাতেত ৩ টে, ৩টে ৯ মিনিটে এবং ৩টে ১২ মিনিটে থামবে

● কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল কাঁকিনাড়া, জগদ্দল ও পলতায় ট্রেন দাঁড়াবে- ৩টে ২৭, ৩টে ২৯ ও ৩টে ৩৮ মিনিটে।

● শান্তিপুর-শিয়ালদা লোকাল জগদ্দলে ট্রেন দাঁড়াবে ৩টে ৪২ মিনিটে

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
FacebookWhatsAppEmailShare
বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare