অর্থনীতি বিভাগে ফিরে যান

সব রাজ্যকে জিএসটি ক্ষতিপূরণ মেটানোর আশ্বাস কেন্দ্রের

ফেব্রুয়ারি 20, 2023 | < 1 min read

জিএসটি ক্ষতিপূরণের (GST Compensation) পুরো টাকা মেটানোর আশ্বাস দিল কেন্দ্র সরকার। গত ১৮ ফেব্রুয়ারি দিল্লিতে জিএসটি কাউন্সিলের বৈঠকে শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) জানিয়েছেন, যেসব রাজ্য এজির রিপোর্ট জমা দিয়েছে, তাদের জিএসটি ক্ষতিপূরণের টাকা এখনই মিটিয়ে দেওয়া হবে।

আর বাকি রাজ্যগুলি এজির রিপোর্ট জমা দিলেই তাদেরও জিএসটি (GST) ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। জিএসটি ক্ষতিপূরণ বাবদ বকেয়া টাকার অঙ্কটা ১৬,৯৮২ কোটি টাকা।

এছাড়া এদিন কাউন্সিলের বৈঠকে বেশ কিছু দ্রব্যে জিএসটির হারে বদল আনা হয়েছে। যেমন গুড় এবং গুড়জাতীয় খাবারে আগে ১৮ শতাংশ জিএসটি দিতে হতো, এবার থেকে কোনও জিএসটিই দিতে হবে না।

পেনসিলের শিস ধারালো করার যন্ত্রের উপর বসানো জিএসটির পরিমাণ ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে।

এছাড়া যদি ট্যাগ-ট্র্যাকিং ডিভাইস বা ডেটা লগারের মতো কোনও ডিভাইস ইতিমধ্যেই কন্টেইনারে লাগানো থাকে তবে সেই ডিভাইসে কোনও IGST ধার্য করা হবে না।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সেবি প্রধানের বিরুদ্ধে লোকপালের কাছে অভিযোগ দায়ের মহুয়ার
FacebookWhatsAppEmailShare
সেবির চেয়ারপার্সনের নীরবতায় প্রশ্ন হিন্ডেনবার্গের
FacebookWhatsAppEmailShare
মোদি সরকারের আদানি প্রেম, ৪৫ হাজার কোটি টাকা মকুব!
FacebookWhatsAppEmailShare