বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে ফিরে যান

মোদী রাজ্যে বেহাল টেলিকম পরিষেবা

ফেব্রুয়ারি 16, 2023 | < 1 min read

মোদী গুজরাতের ৫১ শতাংশ মহিলা সেলফোন (Cellphone) ব্যবহার করেন না।
লোকসভায় এই রিপোর্ট জানিয়েছে খোদ কেন্দ্রীয় সরকারের টেলিকম প্রতিমন্ত্রী।
এমনকি এই রাজ্যের ৫৬৭ টি গ্রামে টেলিফোন পরিষেবাই নেই।
রাজ্যের ১৫ থেকে ৪৯ বয়সী মহিলাদের মাত্র ৪৮.৮০ শতাংশের নিজস্ব মোবাইল ফোন রয়েছে।
এই বেহাল অবস্থা উপজাতি অধ্যুষিত এলাকায় সবচেয়ে বেশি।
উপজাতি অধ্যুষিত ডাং জেলার প্রায় ৯০টি গ্রামে, কচ্ছ এবং নর্মদা জেলায় যথাক্রমে ৮৪ এবং ৬৪টি গ্রামে মোবাইল পরিষেবা নেই।


এমনকি, ৫জি পরিষেবা তো দূর গুজরাতের ৮০০-র বেশি গ্রামে ৪জি পরিষেবাই নেই।
যে প্রধানমন্ত্রী ও তার সরকার ডিজিটাল ভারত নিয়ে সর্বক্ষণ গলা ফাটান তাঁর রাজ্যের এই হাল নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘সেমিকন্ডাক্টর প্ল্যান্টের জমি তৈরি, প্রচুর কর্মসংস্থান’, রাজ্যে মার্কিন বিনিয়োগ নিয়ে মন্তব্য মমতার
FacebookWhatsAppEmailShare
সাইবার হানায় ৩০০ ভারতীয় ব্যাঙ্কের অনলাইনে পেমেন্ট বন্ধ
FacebookWhatsAppEmailShare
দেশে এবার চালু হবে ডিজিটাল পিন
FacebookWhatsAppEmailShare