অর্থনীতি বিভাগে ফিরে যান

স্বনির্ভরে সাফল্য বাংলার

ফেব্রুয়ারি 10, 2023 | < 1 min read

মহিলা স্বনির্ভর গোষ্ঠী তৈরির নিরিখে বিজেপি শাসিত রাজ্যের থেকে অনেকটাই এগিয়ে বাংলা। 

স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত অনেক মহিলা এক বছরে লক্ষাধিক টাকার বেশি উপার্জন করেছেন, একথা বলছে কেন্দ্রীয় সরকারের সমীক্ষা।

বাংলায় ৫ লক্ষের বেশি মহিলা রয়েছেন যারা লক্ষাধিক টাকার বেশি আয় করছেন।

উত্তরপ্রদেশ, গুজরাট, কর্ণাটকের মতো ডাবল ইঞ্জিন রাজ্যগুলিকে পিছনে ফেলে দিয়েছেন বাংলার মহিলারা। 

লাখপতি দিদির সংখ্যার নিরিখে দেশের মধ্যে প্রথমে রয়েছে মহারাষ্ট্র, তারপরই মধ্যপ্রদেশ এবং তিন নম্বরে রয়েছে বাংলা। 

এক্ষেত্রে ব্যর্থ হয়েছে উত্তরপ্রদেশ, গুজরাত।

উল্লেখ্য, প্রচুর সংখ্যক স্বনির্ভর গোষ্ঠী তৈরির পাশাপাশি তাদের সহজে এবং সুলভে ঋণ প্রদান করারও ব্যবস্থা করছে বাংলা সরকার। 

সারা দেশে  ৮১ লক্ষর বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এর মধ্যে বাংলাতেই ১১ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছে। 

‘লাখপতি দিদি’ সমীক্ষায় উঠে আসা বাংলার সাফল্যের চিত্র বিজেপিকে আরও একবার কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সবজি কিনে পকেট ফাঁকা, শহরে সব বাজারেই আনাজের দামে ঝাঁঝ
FacebookWhatsAppEmailShare
সেবি প্রধানের বিরুদ্ধে লোকপালের কাছে অভিযোগ দায়ের মহুয়ার
FacebookWhatsAppEmailShare
সেবির চেয়ারপার্সনের নীরবতায় প্রশ্ন হিন্ডেনবার্গের
FacebookWhatsAppEmailShare