খেলাধুলা বিভাগে ফিরে যান

মহিলা আইপিএলের খুঁটিনাটি

ফেব্রুয়ারি 8, 2023 | 2 min read

Harmanpreet Kaur (C)of Supernovas and Smriti Mandhana (C) of Trailblazers at at Toss during the final of the Jio Women’s T20 Challenge 2020 between the Trailblazers and the Supernovas held at the Sharjah Cricket Stadium, Sharjah in the United Arab Emirates on the 9th November 2020. Photo by: Rahul Gulati / Sportzpics for BCCI

আগামী ৮ ঠা ৪ মার্চ থেকে মুম্বইয়ে শুরু হতে চলেছে উইমেন্স প্রিমিয়র লিগ। চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

তার আগে সকলেই তাকিয়ে আছে ডব্লিউপিএল-এর ক্রিকেটার নিলামের দিকে। ১৩ ফেব্রুয়ারি মুম্বইয়ে বসবে নিলামের আসর। শুরু হবে দুপুর আড়াইটে থেকে।

এক একটি দলে কমপক্ষে ১৫ জন আর সর্বাধিক ১৮ জনের স্কোয়াড গড়া যাবে। এছাড়া, সর্বাধিক ৭ জন বিদেশি ক্রিকেটার দলে নেওয়া যাবে।
দল গড়ার জন্য প্রতিটি ফ্র্য়াঞ্চাইজি ১২ কোটি টাকা খরচ করতে পারবে।

মোট ১৫২৫ জন ক্রিকেটার প্রাথমিকভাবে নিলামের জন্য নাম নথিভুক্ত করবেন। সেখান থেকে বেছে মোট ৪০৯ জনকে নিলামে তোলা হবে। এর মধ্যে ২৪৬ জন ভারতীয়, ১৬৩ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন ।

ভারত ছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে, আমিরশাহি, হংকং, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও আমেরিকার ক্রিকেটাররা রয়েছেন নিলামের তালিকায়।

ঘরোয়া ক্রিকেটারদের বেস প্রাইস ১০ ও ২০ লক্ষ টাকা। আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকাদের বেস প্রাইস ৩০, ৪০ ও ৫০ লক্ষ টাকা।

৫০ লক্ষ টাকার বেস প্রাইসের তালিকায় রয়েছেন কারা:-
ভারত: হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনা, দীপ্তি শর্মা, রেনুকা সিং ঠাকুর, জেমিমা রডরিগেজ, শেফালি বর্মা, পূজা বস্ত্রকার, রিচা ঘোষ, স্নেহ রানা, মেঘনা সিং।

অস্ট্রেলিয়া: অ্যাশলেই গার্ডনার, এলিস পেরি, মেগ ল্যানিং, অ্যালিসা হিলি, জেস জোনাসেন, ডার্সি ব্রাউন।

ইংল্যান্ড: সোফি একলেস্টোন, ন্যাট সিভার, ড্যানি ওয়াট, ক্যাথেরিন ব্রান্ট।

নিউজিল্যান্ড: সোফি ডিভাইন।

দক্ষিণ আফ্রিকা: সিনালো জাফতা।

ওয়েস্ট ইন্ডিজ: দিয়েন্দ্রা ডটিন।

জিম্বাবোয়ে: লরিন ফিরি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare
বাংলাদেশ টেস্টে প্রথম একাদশে কে, ইঙ্গিত রোহিতের
FacebookWhatsAppEmailShare
কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে ভারত?
FacebookWhatsAppEmailShare