দেশ বিভাগে ফিরে যান

বাজেট অধিবেশনে কেন্দ্রকে বিঁধতে রণকৌশল বৈঠক বিরোধীদের

ফেব্রুয়ারি 2, 2023 | < 1 min read

বাজেট পেশের পরদিনই শাসক দলকে চাপে ফেলার রণকৌশল ঠিক করতে বৈঠকে বসেন বিরোধীরা। বৈঠকে হাজির ছিল ডিএমকে, সপা, জেডিইউ, শিবসেনা, এনসিপি সহ ২০ টি বিরোধী দল।

গত ২৪ জানুয়ারি আদানি গোষ্ঠীকে নিয়ে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ করে। আদানি গোষ্ঠী পাল্টা দাবি করে, হিন্ডেনবার্গের প্রকাশ করা তথ্য ভুল। আর এই ইস্যু নিয়ে গণ্ডগোলের জেরে আজ তাড়াতড়ি মুলতবিও হয়ে গেছে সংসদের দুই কক্ষ।

বিরোধীদের দাবি, এব্যাপারে জেপিসি তৈরি করা হোক, না হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তত্তাবধানের তদন্ত করে রিপোর্ট প্রকাশ করা হোক। এই মর্মে মোদি সরকারকে প্রশ্নবানে জর্জরিত করতে প্রস্তুত বিরোধীরা।

আগামী সোমবার দুপুর ২টো থেকে শুরু হবে ‘মোশন অফ থ্যাঙ্কস’ নিয়ে আলোচনা।

এলআইসি, ভারতীয় স্টেট ব্যাঙ্কের মত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে কেন জোর করে সন্দেহজনক বেসরকারি সংস্থায় লগ্নি করানো হচ্ছে, তাই নিয়ে প্রশ্নের সম্মুখীন হবে কেন্দ্র। এর জেরে হাজারো-লাখো মধ্যবিত্ত ও গরিব মানুষের সঞ্চয় বিপদের মুখে পড়ছে, যা একটি আর্থিক কেলেঙ্কারির কম কিছু নয়।

এই বিষয়ে তদন্তের মাধ্যম ও রূপরেখা নিয়ে নিজেদের মতো প্রশ্ন করবে প্রত্যেকটি রাজনৈতিক দল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিজেপি শাসিত ত্রিপুরায় বন্ধ ঐতিহ্যশালী দুর্গাপুজো, উৎসবে ফিরতে নারাজ উদ্যোক্তারা
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে বলল নরেন্দ্র মোদির সরকার
FacebookWhatsAppEmailShare