খেলাধুলা বিভাগে ফিরে যান

মেসি-রোনাল্ডো দ্বৈরথে শেষ হাঁসি ফুটবলের

জানুয়ারি 20, 2023 | < 1 min read

মেসি বনাম রোনাল্ডো। মেসির সঙ্গী নেইমার, এমবাপে, রামোস। রোনাল্ডোর সঙ্গে টালিস্কা, গোঞ্জালো মার্টিনেজ। কানায়-কানায় ভর্তি স্টেডিয়ামে টানটান ম্যাচ অনুষ্ঠিত হলো প্যারিস সেন্ট-জার্মেইন ও আল হিলাল – আল নাসেরের সৌদি অল স্টার্সের মধ্যে।  ৯ গোলের দুরন্ত ম্যাচের সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। ৫-৪ গোলে ম্যাচ জিতল পিএসজি। তবে খেলার হার-জিতকে সাইডলাইনের বাইরে সরিয়ে এই ম্যাচ দেখিয়ে দিল ফুটবলের জয়।

৩ মিনিটের মাথায় গোল করে পিএসজিকে এগিয়ে দেন এলএম৩০। ১৯ মিনিটের মাথায় মেসির সহযোগে এমবাপের দুরন্ত গোল বাতিল হয় অফসাইডের জন্য।

৩৪ মিনিটের মাথায় পিএসজির গোলরক্ষর নাভাসের ফাউলের জন্য পেনাল্টি পায় সৌদি। গোলে বল ঢুকিয়ে সমতা ফেরান রোনাল্ডো। ৪৩ মিনিটের মাথায় এমবাপের ক্রস থেকে দ্বিতীয় গোল করেন মারকুইনোস।

পেনাল্টি পেলেও গোল করতে পারেননি নেইমার। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটের মাথায় স্কোরবোর্ডে সমতা ফেরান জং। দু’মিনিট পরেই পেনাল্টি পেয়ে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে।

৬০ মিনিটের পরে মেসি, এমবাপে, রোনাল্ডো ও নেমারকে তুলে নেওয়া হয়।  তারপর দু’পক্ষই আরো দুটো করে গোল করে।

ইতিহাসের সাক্ষী থাকলেন সৌদির হাজার-হাজার মানুষ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দুবছর পর টেস্টে ফিরেই সেঞ্চুরি পন্থের, শতরান গিলেরও
FacebookWhatsAppEmailShare
নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare
বাংলাদেশ টেস্টে প্রথম একাদশে কে, ইঙ্গিত রোহিতের
FacebookWhatsAppEmailShare