বাংলা বিভাগে ফিরে যান

গঙ্গাসাগরে ‘নিখোঁজদের’ বাড়ি ফেরাবে হ্যাম রেডিও

জানুয়ারি 19, 2023 | < 1 min read

মকর সংক্রান্তির স্নান উপলক্ষে গঙ্গাসাগরে প্রায় ৫০ লক্ষেরও বেশি পুণ্যার্থী এসেছিলেন। এর মধ্যেই পরিবারের থেকে ছিন্ন হয়ে মেলার মাঝে হারিয়ে গিয়েছেন অনেকেই, যাদের মধ্যে বেশিরভাগ ভিন রাজ্যের বাসিন্দা।

এবার গঙ্গাসাগরে এসে হারিয়ে যাওয়া আপনজনদের সন্ধান দিতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে হ্যাম রেডিও। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের ৩৯ জন সদস্য এই বছর মেলা শুরুর দিন থেকে গঙ্গাসাগরে কাজ করছেন। ইতিমধ্যে তাঁরা কয়েক হাজার মানুষকে পরিজনের কাছে ফিরিয়ে দিয়েছেন। নেহাতই স্বেচ্ছাশ্রম। 

কচুবেড়িয়া, লট-৮, নামখানা, চেমাগুড়িতে হোগলা পাতার ঘরে হ্যাম রেডিওর কন্ট্রোল রুম তৈরি হয়। মূল কন্ট্রোল রুমটি গঙ্গাসাগরে প্রশাসনিক কার্যালয়ের পাশে।

নিজেদের তৈরি করা অ্যান্টেনায় বাতাসের গতি প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চ তরঙ্গে ভর করে কথা পৌঁছে যায় দূর থেকে দূরে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হ্যাম সদস্যদের কাছে। ফিরিয়ে দিয়েছেন পরিজনদের। কিন্তু এখনো কোনো স্বীকৃতি পাননি হ্যাম রেডিওর স্বেচ্ছাসেবীরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare