বাংলা বিভাগে ফিরে যান

নেতাজির স্মৃতি নষ্টের বিরুদ্ধে সরব রাজ্যপাল

জানুয়ারি 19, 2023 | < 1 min read

দুদিন পর দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। তার আগে বণিকসভায় অর্থনীতিবিদ সঞ্জীব সান্যালের একটি বই উদ্বোধন অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সরব হলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস।

ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কম গুরুত্ব দেওয়া হয়েছে এবং নেতাজিকে ঘিরে থাকা সমস্ত তথ্য প্রকাশ্যে আনা উচিত বলে সরব হন রাজ্যপাল।

রাজভবনের পোর্টিকো নেতাজির নামে নামাঙ্কিত হবে বলেও ঘোষণা করেন আনন্দ বোস। পাশাপাশি নেতাজিকে নিয়ে ইতিহাস নতুন করে লেখার দাবিও করেছেন তিনি।

রাজ্যপাল বলেন, ‘আমি মনে করি ইতিহাসের আঁস্তাকুড়ে ফেলা হচ্ছে নেতাজির কীর্তি। কে এসবের জন্য দায়ী?‌ এটাই মূল প্রশ্ন। ইতিহাসে নেতাজি কম গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিহাস মানেই সব সত্যি নয়। নেতাজি সংক্রান্ত ইতিহাস বদল হওয়া দরকার। নেতাজি সংক্রান্ত যা লুকিয়ে আছে সেটা প্রকাশ্যে আসুক। অর্ধসত্য জানার দিন শেষ। সত্যিটা উঠে আসুক এবার।’

উল্লেখ্য, এই অনুষ্ঠানে ভিডিয়ো বার্তা দেন নেতাজিকন্যা অনিতা বসু পাফ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

প্রায় ৪২ হাজার পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare