বাংলা বিভাগে ফিরে যান

ঘন কুয়াশায় বন্ধ গঙ্গাসাগরগামী ভেসেল, বাস

জানুয়ারি 14, 2023 | < 1 min read

এক রাত পরেই পবিত্র মকর সংক্রান্তি। গঙ্গাসাগরে পুণ্যার্থীদের স্নান ও মেলার সবরকম ব্যবস্থা ইতিমধ্যেই করে ফেলেছে বাংলা সরকার। কিন্তু সবকিছু পণ্ড করে দিতে একাই উদ্যোগী কুয়াশা।

ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত ৯টার পর থেকে কাকদ্বীপের লট নম্বর-৮ থেকে ভেসেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ ছিল লট নম্বর-৮ ও কচুবেড়িয়ার মধ্যে ভেসেল। এর ফলে শুক্রবার রাত থেকে প্রচুর পুণ্যার্থী আটকে রয়েছেন-৮ নম্বর লটে। এ দিকে ঘন কুয়াশার কারণে সকাল থেকে নামখানা-‌ বেনুবন পয়েন্টের লঞ্চ পরিষেবা ও বাস পরিষেবাও পুরোপুরি বন্ধ রয়েছে।

এদিকে ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার জন্য রাত ৩:৪৫-এর আপ ক্যানিং-শিয়ালদহ লোকাল আচমকাই চম্পাহাটি স্টেশনে দাঁড়িয়ে পড়ে, যার ফলে বাতিল হয় ভোর ৪টে ৩২ এবং সকাল ৬টা ১৭ মিনিটের আপ ক্যানিং-শিয়ালদহ ট্রেন।

ধীরে-ধীরে পরিস্থিতির উন্নতি ঘটায় লট নম্বর-৮ থেকে চালু হচ্ছে ভেসেল পরিষেবা, কিন্তু এত বিপুল সংখ্যক পুণ্যার্থীকে নিয়ে যেতে লাগবে অনেক সময়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare