ভ্রমণ বিভাগে ফিরে যান

বিশ্বের একমাত্র ভাসমান ডাকঘর রয়েছে ভারতে

জানুয়ারি 13, 2023 | < 1 min read

ইন্টারনেটের যুগে প্রিয়জনকে হাতে চিঠি লেখার চল এখন প্রায় উঠেই গেছে। 

তবে এটা ঠিক যে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি ডাকঘর রয়েছে আমাদের দেশে।

জানেন কি, শ্বের একমাত্র ভাসমান ডাকঘর রয়েছে জম্মু-কাশ্মীরে।

শিকারায় চেপেই আসতে হয় ভাসমান ডাকঘরে।

দূরে থেকে দেখলে মনে হবে না যে সেটা ভাসমান ডাকঘর। আর পাঁচটা সাধারণ শিকারা কিংবা হাউস বোটের মতোই কিছুটা দেখতে এই ভাসমান ডাকঘর। 

তবে এই শিকারার সামনে টাঙানো রয়েছে ভারতীয় ডাকবিভাগের বোর্ড, যাতে বড় বড় অক্ষরে লেখা ‘Indian Post’। 

ব্রিটিশ আমলে তৈরি হয় এই পোস্ট অফিস ২০১১ সালে নতুন রূপে সাজানো হয়। 

২০১১-এর আগে পর্যন্ত এই ডাকঘর পরিচিত ছিল ‘নেহেরু পার্ক পোস্ট অফিস’ নামে। 

বর্তমানে ডাল লেকের উপর অবস্থিত প্রায় ২০০ বছরেরও বেশি পুরনো এই পোস্ট অফিস এখন পর্যটকদের প্রধান আকর্ষণ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পুজোর আগে ঘুরপথে উত্তরবঙ্গ যাওয়ার বেশ কিছু ট্রেন
FacebookWhatsAppEmailShare
পর্যটকদের জন্য নতুন ঠিকানা অপরূপ পাশাবং
FacebookWhatsAppEmailShare
এই গরমে আপনার গন্তব্য হোক পাহাড়ি অফবিট গ্রাম চিসাং
FacebookWhatsAppEmailShare