বাংলা বিভাগে ফিরে যান

গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে একডজন বিশেষ লোকাল ট্রেন

জানুয়ারি 12, 2023 | < 1 min read

Ganga Sagar Package Tour From kolkata | Gobhraman Holidays

আগামী ১২ থেকে ১৫ জানুয়ারি এক ডজন স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল।

পাশাপাশি তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে পৃথক তিনটি লোকাল ট্রেনের যাত্রাপথ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। গঙ্গাসাগর স্পেশাল ট্রেনগুলি ছাড়বে যথাক্রমে শিয়ালদহ (সাউথ) থেকে ৩টি, কলকাতা স্টেশন থেকে ২টি, নামখানা থেকে ৫টি, লক্ষ্মীকান্তপুর ও কাকদ্বীপ থেকে ১টি করে।

এই ৪ দিন শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে ট্রেন তিনটি ছাড়বে যথাক্রমে সকাল ৬টা ১৫ মিনিট, দুপুর ২টো ৪০ মিনিট এবং বিকেল ৪টা ২৪ মিনিটে।

কলকাতা স্টেশন থেকে জোড়া ট্রেনের সময়সূচি হল, সকাল ৭টা ৩৫ মিনিট এবং রাত সাড়ে ৯টা।

নামখানা থেকে মেলা স্পেশাল ট্রেনগুলি ছাড়বে রাত ২টো ৫ মিনিট, সকাল ৯টা ১০ মিনিট, সকাল ১১টা ১৮ মিনিট, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট এবং ৭টা ৫ মিনিটে।

কাকদ্বীপ ও এবং লক্ষ্মীকান্তপুর থেকে জোড়া স্পেশাল ট্রেন ছাড়ার সময় হল, দুপুর ২টো ৪০ মিনিট এবং রাত ১১টা ১৫ মিনিট।

যাত্রাপথে স্পেশাল ট্রেনগুলি কেবলমাত্র বালিগঞ্জ, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্দপুর, কাকদ্বীপ স্টেশনে থামবে। তবে কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করা মেলা স্পেশালগুলি মাঝেরহাট পর্যন্ত সমস্ত স্টেশনে থামবে।

বাংলা সরকারের প্রস্তাব মেনে সোমবার থেকে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত কোনও ট্রেন কৃষ্ণগড় স্টেশনে থামবে না।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare