খাওয়া দাওয়া বিভাগে ফিরে যান

প্রতি সেকেন্ডে দু’টিরও বেশি বিরিয়ানি অর্ডার করেছেন ভারতীয়রা

জানুয়ারি 2, 2023 | < 1 min read

ভারতীয়রা ভোজনবিলাসী, এই নিয়ে কোন দ্বিমত নেই। 

তবে, জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা সুইগির সমীক্ষা বলছে,  চলতি বছর প্রতি সেকেন্ডে দু’টিরও বেশি চিকেন বিরিয়ানি অর্ডার করেছেন ভারতীয়রা।

এবছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত প্রতি সেকেন্ডে ২.২৮ টি অর্থাৎ দু’টিরও বেশি বিরিয়ানি অর্ডার করা হয়েছে এই প্ল্যাটফর্মে।

প্রতি মিনিটে ১৩৭টি বিরিয়ানি অর্ডার করা হয়েছে। 

অর্ডারে এগিয়ে রয়েছে মশলা ধোসা ও শিঙারাও।

এছাড়া এই কয়েক মাসে ২৭ লক্ষ গুলাম জামুন আর ২২ লক্ষ পপ-কর্ন অর্ডার হয়েছে। 

এবছর এক জন ব্যক্তি সর্বোচ্চ ২৭০৭ বার সুইগি থেকে অর্ডার করেছেন।

আগেও সর্বোচ্চ অর্ডার করা খাবারের তালিকার শীর্ষে ছিল বিরিয়ানিই। 

প্রযুক্তির সৌজন্যে এখন এক ক্লিকেই চোখের নিমেষে খাবার হাজির হয় দোরগোড়ায়। তাই উৎসবের মরশুমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে এই সকল ফুড ডেলিভারি সংস্থারাই।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লগ্নি টানতে বিশেষ উদ্যোগ, আগামী মাসেই ‘ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যাল’
FacebookWhatsAppEmailShare
নাহুমস-এ বন্ধ চিকেনের পদ
FacebookWhatsAppEmailShare
চিংড়ি মাছের মালাইকারির বিশ্বজয়
FacebookWhatsAppEmailShare