বাংলা বিভাগে ফিরে যান

বর্ষশেষে ট্রাফিক রুট পরিবর্তন শহরে

ডিসেম্বর 31, 2022 | < 1 min read

নতুন বছরকে বরণ করে নিতে আজও রাস্তায় নামবে শহরবাসী। তাই যানজট নিয়ন্ত্রণে রাখতে কোমর বেঁধে নেমে পড়েছে কলকাতা পুলিশও।

তাই নিউ ইয়ার ইভে (New Year Eve) রাস্তায় বেরোনোর আগে একনজরে দেখে নিন ট্রাফিকের (Kolkata Traffic Update) খুটিনাটি-

ওয়ান ওয়ে:

● পার্ক স্ট্রিটে যাওয়ার জন্য জওহরলাল নেহরু রোড থেকে এজেসি বোস রোড পর্যন্ত একমুখী যান চলাচল হবে শনিবার রাত ২টো পর্যন্ত।

● হো চি মিন সরণী।

● ক্যামাক স্ট্রিট থেকে জওহরলাল নেহরু রোড পর্যন্ত।

● পার্ক স্ট্রিট থেকে এজেসি বোস রোড পর্যন্ত ক্যামাক স্ট্রিটে গাড়ি চলাচল করবে উত্তর থেকে দক্ষিণে।

● লিটল রাসেল এবং রাসেল স্ট্রিট।

ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটের দিকে কোনও গাড়ি যাবে না।

কোন রাস্তায় পার্ক করা যাবে গাড়ি

● রাসেল স্ট্রিটের পূর্ব এবং পশ্চিমে।

● ফ্রি স্কুল স্ট্রিটের পশ্চিমে রয়েড এবং মার্কিস স্ট্রিটের মাঝামাঝি।

● উড স্ট্রিট এবং রফি আহমেদ কিদওয়াই রোডের পশ্চিমদিকে।

● মিডলটন রোয়ে।

কোথায় পার্কিং করা যাবে না

● পার্ক স্ট্রিট।

● ক্যামাক স্ট্রিটের উপর পার্ক স্ট্রিট থেকে মিডলটন স্ট্রিট পর্যন্ত।

● ফ্রি স্কুল স্ট্রিটের উপর রিপন স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত।

● রফি আহমেদ কিদওয়াই রোডের উপর রয়েড স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত।

● উড স্ট্রিটের উপর শর্ট স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত।

● মিডলটন স্ট্রিট।

● লিটল রাসেল স্ট্রিট।

● কিড স্ট্রিট।

● রাসেল স্ট্রিট।

● রয়েড স্ট্রিট।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘গণইস্তফা’ গ্রাহ্য পদত্যাগ নয়, ইস্তফাপত্র দিতে হবে ব্যক্তিগত ভাবে, স্পষ্ট করল রাজ্য সরকার
FacebookWhatsAppEmailShare
দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare