এবছরের সেরা পাঁচ ভারতীয় ক্রীড়াবীদ
শেষ ২০২২। প্রতিবারের মতো এবারও বিভিন্ন ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে ভারতীয় ক্রীড়াবীদদের।
আসুন দেখে নিই ২০২২ সালের সেরা পাঁচ ভারতীয় ক্রীড়াবীদদের।
বিরাট কোহলি: অনেক ট্রোলিং এর পর প্রায় ১০২১ দিন পর আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করেন তিনি। এটি ছিল আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে তাঁর প্রথম শতরান
পিভি সিন্ধু: অলিম্পিকে দুই বারের পদকজয়ী সিন্ধু কমনওয়েলথ গেমসে এবার সোনা জিতেছেন।
নীরজ চোপড়া: চোটের কারণে কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি তিনি। তবে টোকিও অলিম্পিকে সোনা জয়ী এই তারকা বিশ্ব অ্যাথেলেটিক্স-এ অংশ নিয়ে রূপো জিতেছিলেন। প্রথম ভারতীয় হিসেবে নীরজ এবছরের সেপ্টেম্বরে জিতেছেন ডায়মন্ড লিগ।
সুনীল ছেত্রী: ৩৮ বছর বয়সী এই ফুটবলার দেশের জার্সিতে ৮৪টি গোল করেছেন। ২০২১-২২ সালে এআইএফএফ-এর বর্ষ সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন সুনীল। এই নিয়ে ৭ বার তিনি এই পুরস্কার জিতলেন।
লক্ষ্য সেন: বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন লক্ষ্য সেন। কমনওয়েলথ গেমস ২০২২-এ সোনা জিতেছেন তিনি।পাশাপাশি, ভারতের ঐতিহাসিক থমাস কাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।