ভ্রমণ বিভাগে ফিরে যান

সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের ইতিহাস

ডিসেম্বর 30, 2022 | < 1 min read

শহর কলকাতায় অনেককিছু দেখার আছে। ভিক্টোরিয়া,,চিড়িয়াখানা,ন্যাশনাল মিউজিয়াম, বিড়লা প্ল্যানেটোরিয়াম, সায়েন্স সিটি আরও কত কি। কিন্তু বছরের শেষে এই বিশেষ সময়ে সবাই আরেকটা জায়গাতে যেতে ভীষণ পছন্দ করেন, সেটা হল সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। বড়দিনের আগে থেকেই পুরো চার্চটা খুব সুন্দরভাবে সাজানো হয়। আজ জেনে নেব এই চার্চের কিছু জানা – অজানা তথ্য।

১৮১৯ সালে সেই সময় বাংলার গভর্নর জেনারেল মারকুইসের নির্দেশে শুরু হয় সেন্ট পলস ক্যাথিড্রাল তৈরির কাজ।

৭ একর জমির ওপরে এই চার্চ নির্মাণের জন্য একটি কমিটি তৈরি করা হয়েছিল সেই সময়।

৮ বছর লেগে যায় এই চার্চটি সম্পূর্ণ তৈরি করতে।

পুরো কাঠামোই তখনকার দিনের মতো ইট, চুন, সুরকি দ্বারা নির্মাণ করা হয়েছিল।

দুবার ভূমিকম্পে এই চার্চ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সে সময় এই চার্চ বানাতে খরচ হয়েছিল ৪ লক্ষ ৩৫ হাজার টাকা।

এই চার্চের অসাধারণ শিল্পকলা দেখতে প্রতিবছরই এই সময়ে দর্শকদের সমাগম হয়

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পুজোর আগে ঘুরপথে উত্তরবঙ্গ যাওয়ার বেশ কিছু ট্রেন
FacebookWhatsAppEmailShare
পর্যটকদের জন্য নতুন ঠিকানা অপরূপ পাশাবং
FacebookWhatsAppEmailShare
এই গরমে আপনার গন্তব্য হোক পাহাড়ি অফবিট গ্রাম চিসাং
FacebookWhatsAppEmailShare