বাংলা বিভাগে ফিরে যান

নিউটাউনে হস্তশিল্প মেলা

নভেম্বর 30, 2022 | < 1 min read

প্রতিবারের মতো এবারও শীতের শুরুতেই রাজ্য সরকারের উদ্যোগে নিউটাউনের ইকোপার্কে শুরু হয়েছে হস্তশিল্প মেলা। 

মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যেই রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের এই উদ্যোগ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা অংশ নেন এই মেলায়।  

হাতের কাজ, পোশাক ছাড়াও মাছের আঁশ দিয়ে তৈরি সামগ্রী এবার বিশেষভাবে নজর কাড়ছে। এছাড়া বাংলার নানা প্রান্তের শিল্প সংস্কৃতিও ফুটে উঠতে শিল্পীদের হাতের ছোঁয়ায়।

রাজ্যজুড়ে প্রায় পাঁচ হাজার শিল্পী এই মেলায় অংশ নিয়েছেন। প্রতিদিন দুপুর ১ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা এই মেলা, কোন প্রবেশ মূল্য নেই। মেলা চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।

করোনার প্রকোপে গত ২ বছরে এই মেলার জৌলুস কিছুটা কমলেও এবার পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরবে বলে আশা করছেন শিল্পীরা।তবে এবার ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হওয়ায় আরও বেশি সংখ্যক মানুষ আসবেন বলেই মনে করছে কর্তৃপক্ষ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কেষ্টর প্রত্যাবর্তন, বোলপুরে উৎসব
FacebookWhatsAppEmailShare
রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
FacebookWhatsAppEmailShare
বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare