খেলাধুলা বিভাগে ফিরে যান

প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো ব্রাজিল পর্তুগাল

নভেম্বর 29, 2022 | < 1 min read

গতকাল সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দিয়ে আপাতত গ্রুপ জি-র শীর্ষে রয়েছে নেইমার হীন ব্রাজিল (Brazil)। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্রাজিলের হয়ে গোল করেন মিডফিল্ডার ক্যাসেমিরো (Casemiro)। তিনি হলেন ব্রাজিল শিবিরে ‘দ্য ট্যাঙ্ক’। সেই ট্যাঙ্কের বিধ্বংসী গোলে তিন পয়েন্টের পাশাপাশি নকআউট নিশ্চিত হয়ে গেল ব্রাজিলের।

উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে এখনও পর্যন্ত গ্রুপ শীর্ষে পর্তুগাল। ম্যাচের দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ব্রুনো ফের্নান্দেস। দু’বারের বিশ্বকাপজয়ী উরুগুয়ে এখন গ্রুপ থেকেই ছিটকে যাওয়ার মুখে। নকআউটে যেতে গেলে পরের ম্যাচে ঘানাকে হারাতেই হবে তাদের।

সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনাল হবে গ্রুপ জি ও গ্রুপ এইচ-র মধ্যে। গ্রুপ জি-তে রয়েছে ব্রাজিল, সুইৎজারল্যান্ড, ক্যামেরুন ও সার্বিয়া। আর গ্রুপ এইচ-এ রয়েছে পর্তুগাল, ঘানা, দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ে। প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ জি-র শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলবে গ্রুপ এইচ-এর দ্বিতীয় স্থানে থাকা দল। আবার গ্রুপ এইচ-এর শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলবে গ্রুপ জি-র দ্বিতীয় স্থানে থাকা দল।

এখন কে কার মুখোমুখি হয় সেটাই দেখার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দুবছর পর টেস্টে ফিরেই সেঞ্চুরি পন্থের, শতরান গিলেরও
FacebookWhatsAppEmailShare
নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare
বাংলাদেশ টেস্টে প্রথম একাদশে কে, ইঙ্গিত রোহিতের
FacebookWhatsAppEmailShare