খেলাধুলা বিভাগে ফিরে যান

ম্যাচ শেষের পর স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপান সমর্থকরা

নভেম্বর 24, 2022 | 2 min read

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে তাক লাগিয়েছে জাপান। দলের ফুটবলারদের অসামান্য কীর্তি কাহিনী ঘুরছে সবার মুখে মুখে।

তবে খেলোয়াড়দের পাশাপাশি দৃষ্টান্ত তৈরি করেছেন জাপানের সমর্থকরাও। খেলা দেখতে তো অনেকেই আসেন। দলের হয়ে গলা ফাটান, তারপর জয়ের আনন্দ বা হারের দুঃখ নিয়ে বাড়ি চলে যান। কিন্তু এর পাশাপাশি স্টেডিয়াম পরিষ্কার রাখাও তাদের দায়িত্ব সেটা দেখিয়ে দিলেন দর্শক আসনে বসা জাপানের সমর্থকরা।

খেলা শেষে গ্যালারির আবর্জনা পরিষ্কার করে শৃঙ্খলার দৃষ্টান্ত তৈরি করেছেন জাপান সমর্থকরা, যা বিপুল প্রশংসা কুড়িয়েছে।

ম্যাচ শেষে উল্লাসের পাশাপাশি দোহার খলিফা স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করেছেন জাপানের সমর্থকরা। দর্শকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল, খাবারের বিভিন্ন প্যাকেট সংগ্রহ করে বড় পলিথিনে রাখেন তারা। ময়লার ব্যাগগুলো অনেকে কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন বাইরেও।

উল্লেখ্য, শুধু এবারই নয়, ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করেছিল জাপানের ফুটবল সমর্থকরা। তাদের এই উদ্যোগ সেবারও নেট দুনিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দুবছর পর টেস্টে ফিরেই সেঞ্চুরি পন্থের, শতরান গিলেরও
FacebookWhatsAppEmailShare
নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare
বাংলাদেশ টেস্টে প্রথম একাদশে কে, ইঙ্গিত রোহিতের
FacebookWhatsAppEmailShare