পার্বণ বিভাগে ফিরে যান

বাঁকুড়ার সরস্বতীর বিলেত যাত্রা

নভেম্বর 22, 2022 | < 1 min read

বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। 

উৎসবের মরশুম প্রায় শেষের পথে, আর এবার কাউন্টডাউন শুরু সরস্বতী পুজোর। 

বাংলার শিল্পীদের তৈরী দুর্গাপ্রতিমা প্রতিবারই বিদেশে পাড়ি দেয়। এবার লিস্টে সংযোজন হল সরস্বতী ঠাকুর।

ইংল্যান্ডের বার্মিংহামের কাছে লিমিংটন স্পা শহরে পাড়ি দিল বাঁকুড়ার শিল্পীর তৈরি সরস্বতী প্রতিমাও।

বাঁকুড়ার বড়পুকুর লেনের মৃৎশিল্পীর গড়া এই প্রতিমাটি ২৩ ইঞ্চি দীর্ঘ ও প্রায় ৯ কেজি ওজনের। 

ওই দেশে মাটির প্রতিমা না পাওয়ায় কম্পিউটার থেকে সরস্বতী দেবীর ছবি বের করে তা নিয়েই তাঁরা পুজো শুরু করেন। 

তবে এবার মাটির প্রতিমা বিদেশে যাওয়ায় খুশি পরিবারের সকলেই।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

তারকেশ্বরে শ্রাবণী মেলার এবারের আকর্ষণ সংগ্রহশালা
FacebookWhatsAppEmailShare
পুজোয় কোন খাতে খরচ হবে অনুদানের ৮৫ হাজার টাকা?
FacebookWhatsAppEmailShare
পুজো কমিটিগুলির অনুদান বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়
FacebookWhatsAppEmailShare