খেলাধুলা বিভাগে ফিরে যান

বিশ্বকাপ জ্বরে কাবু শহরের মিষ্টির দোকানগুলোও

নভেম্বর 21, 2022 | < 1 min read

শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বকাপ। 

বাঙালির প্রিয় ফুটবল জ্বরে আক্রান্ত গোটা শহর কলকাতা, আর তার আঁচ এসে পড়েছে মিষ্টির দোকানেও। 

কখনও ব্রাজিল রসগোল্লা তো আবার কখনও আর্জেন্টিনা সন্দেশ এরকমই নিত্য নতুন আইডিয়া নিয়ে সেজে উঠেছে কলকাতার বিখ্যাত মিষ্টির দোকান বলরাম মল্লিক। 

দোকানের শোকেসে থরে থরে সাজানো রয়েছে ছানা আর ক্ষীরের তৈরি বিশ্বকাপ থেকে মেসি-রোনাল্ডোর আদলে তৈরি মিষ্টি। তাছাড়াও ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা-সহ বিভিন্ন দেশের পতাকার রঙ দিয়ে তৈরি সন্দেশও রয়েছে। 

আরও বিভিন্ন রকম মিষ্টি বানানোর ভাবনাও চলছে।খেলা যত এগোবে মিষ্টির বৈচিত্র‌ ততই নাকি বাড়বে। 

ব্যবসায়ীদের মতে, মূলত কোয়ার্টার ফাইনাল থেকেই এইসব স্পেশাল মিষ্টির বিক্রি বেড়ে যায়। তাহলে আর দেরি না করে আপনিও টেস্ট করে দেখেই ফেলুন আপনার প্রিয় দলের আদলে বানানো সন্দেশ আর উপভোগ করুন বিশ্বপকাপ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare
বাংলাদেশ টেস্টে প্রথম একাদশে কে, ইঙ্গিত রোহিতের
FacebookWhatsAppEmailShare
কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে ভারত?
FacebookWhatsAppEmailShare