দেশ বিভাগে ফিরে যান

অক্টোবরে কর্মহীন ১৮ লক্ষ

নভেম্বর 20, 2020 | < 1 min read

দেশের কর্মসংস্থানের ছবিতে ফের ঘনালো শঙ্কার মেঘ, মে মাসের পর সবচেয়ে ভয়াবহ চিত্র কর্মসংস্থানে

সরকারি হিসেব অনুযায়ী, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ইপিএফও-তে নথিবদ্ধ সংস্থা এবং কর্মীর সংখ্যা কমেছে বিপুল হারে।

সেপ্টেম্বরে ইপিএফও-তে টাকা জমা পড়া কর্মীর সংখ্যা ছিল ৪ কোটি ৭৬ লক্ষ ৮০ হাজার। অক্টোবরে সেই সংখ্যা প্রায় ১৮ লক্ষ কমে হয়েছে ৪ কোটি ৫৮ লক্ষ ২০ হাজার।

একই ভাবে, নথিবদ্ধ সংস্থার সংখ্যা ছিল ৫ লক্ষ ৩৪ হাজার ৮৬৯টি। অক্টোবরে সেই সংখ্যা প্রায় প্রায় ৩০ হাজার কমে হয়েছে ৫ লক্ষ ৪ হাজার ৪৪। গত মে মাসের পর এই প্রথম কর্মী এবং সংস্থার সংখ্যায় এত বিপুল হারে পতন হল।

গত বছরের মে মাসের পরিসংখ্যান অনুযায়ী, ৪৫ বছরে বেকারত্বের হার ছিল সর্বোচ্চ। মার্চের শেষ সপ্তাহে লকডাউন জারি হয়েছিল সারা দেশে। সেই সময় এক ধাক্কায় কর্মী এবং সংস্থা, দুই ক্ষেত্রেই ব্যাপক পতন হয়েছিল। কিন্তু লকডাউনের পর আনলক পর্বে সেই পরিস্থিতি থেকে অর্থনীতির সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের গ্রাফও বাড়ছিল। কিন্তু অক্টোবরে এসে মুখ থুবড়ে পড়ল সেই ছবি। 

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare