হেরিটেজ উইক উপলক্ষে চলছে দুর্গা ফেস্টিভাল
নভেম্বর 20, 2022 2 min read
বাংলা ও বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে এবছর হেরিটেজ স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো।
আর গতকাল থেকেই শুরু হয়েছে ‘হেরিটেজ সপ্তাহ’। সেই উপলক্ষে আনন্দপুরে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে শুরু হয়েছে দুর্গা ফেস্টিভাল।
এই প্রদর্শনী চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। রোজ বেলা ১২ থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী কক্ষ।
প্রদর্শনীতে ঢুকলে প্রথমেই চোখে পড়বে নৌবিশারদ স্বরূপ ভট্টাচার্যের তৈরি বেশ কিছু নৌকার মডেল, যা বাংলার ইতিহাসের সঙ্গে জড়িত। ডিঙি, ছিপ, সুলতানি, বাইচ – নৌকার যে কত রকমফের হতে পারে, তাই এখানে তুলে ধরে হয়েছে।
জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বিরাট একটি মোষের সংরক্ষিত মাথা এনে রাখা হয়েছে প্রদর্শনীতে। যা দেখে মনে পড়বে মহিষাসুরের কথা।
এই প্রথম কোন প্রদর্শনীতে দেখানো হচ্ছে প্রত্নসামগ্রী। দুর্গা পুজোকে কেন্দ্র করে এই অভিনব প্রদর্শনী নিঃসন্দেহে বিদেশিদের আগ্রহও বাড়িয়ে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...