বাংলা বিভাগে ফিরে যান

‘শিশু দিবস’ উপলক্ষে গুগল ডুডল প্রতিযোগিতায় সেরা বাংলা

নভেম্বর 15, 2022 | < 1 min read

‘শিশু দিবস’ উপলক্ষে ভারতে ডুডল প্রতিযোগিতার আয়োজন করেছিল গুগল (Google)। এবছরের সেরার শিরাপা পেয়েছে কলকাতার নিউ টাউনের বাসিন্দা খুদে শিল্পী শ্লোক মুখার্জি (Shlok Mukherjee)। দিল্লি পাবলিক স্কুলের (Delhi Public School) পড়ুয়া শ্লোক।

১৪ নভেম্বর গুগল ঘোষণা করেছে এবছরের সেরা প্রতিযোগীর নাম। শ্লোকের ডুডলের নাম ছিল ‘ইন্ডিয়া অন দ্য সেন্টার স্টেজ’। ডুডলের থিম ছিল ভারতের বৈজ্ঞানিক অগ্রগতিকে তুলে ধরা। সেই থিমের উপর ছবি এঁকেই সেরার সেরা হয়েছে শ্লোক। গুগলের তরফ থেকে ৫ লক্ষ টাকার স্কলারশিপ পেয়েছে সে। এছাড়াও ২ লক্ষ টাকার টেকনোলজিক্যাল প্যাকেজও দেওয়া হয়েছে শ্লোককে।

প্রতিযোগিতায় ১০০ টিরও বেশি ভারতীয় শহরের প্রথম থেকে দশম শ্রেণীর শিশুদের মধ্যে থেকে ১১৫,০০০ টিরও বেশি এন্ট্রি ছিল।

একটি প্রেস বিবৃতিতে গুগল জানিয়েছে, ‘আমরা বিশেষভাবে আনন্দিত যে প্রযুক্তির অগ্রগতি এবং স্থায়িত্ব অনেক ডুডলের মূল থিম হিসাবে উঠে এসেছে’।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ব্যালটে ভাঁড়ে মা ভবানী, বামেদের ভরসা নারায়ণ-শ্রীলেখা
FacebookWhatsAppEmailShare
উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
FacebookWhatsAppEmailShare