বাংলা বিভাগে ফিরে যান

রাতে চলবে টয় ট্রেন

নভেম্বর 11, 2022 | < 1 min read

১২ নভেম্বর থেকে পাহাড়ে শুরু হচ্ছে ঘুম ফেস্টিভ্যাল।

গতবছর থেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে আয়োজিত হয় এই উৎসব। দেশি বিদেশী মিলিয়ে প্রচুর পর্যটকের সমাগম হয়। প্রতিবারই পর্যটকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় জিনিস থাকে।

এই ফেস্টিভ্যালের এবারের ম্যাসকট দার্জিলিঙের রেড পাণ্ডা (Red Panda)৷ আর ফেস্টিভ্যালের স্লোগান ‘ঘুম বরাবর ঘুম’৷এই উপলক্ষ্যে ৪ দিনের নাইট জয়রাইড চলবে ৷ ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি বিশেষ জয় রাইড পরিষেবার ব্যবস্থা করা হয়েছে৷ এই জয় রাইডটি চলবে দার্জিলিং স্টেশন থেকে বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন পর্যন্ত৷

এছাড়া এবারের প্রধান আকর্ষণ রাতের টয়ট্রেন। পর্যটকরা রাতের বেলায় টয়ট্রেনে ঘুরতে পারবেন।

ঘুম স্টেশন ও দার্জিলিং ম্যালে অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় ও বাইরের শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। পর্যটকদের জন্য এইসব অনুষ্ঠান বিনামূল্যে দেখার সুযোগ থাকবে।

স্থানীয়রা পাহাড়ের বাসিন্দারা সহ দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরাও ঘুম ফেস্টিভ্যালের অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন৷ তবে সবটাই বিনামূল্যে। এছাড়াও স্টেশন চত্বরে বেশকিছু কাউন্টার করা হচ্ছে৷ যেখানে পাহাড়ের বিভিন্ন স্থানীয় খাবার, হাতে তৈরি জিনিস বিক্রি হবে৷

আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
FacebookWhatsAppEmailShare
বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare