বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে ফিরে যান

৪জি সিম ৫জি তে আপগ্রেডের নামে চলছে প্রতারণা চক্র

অক্টোবর 25, 2022 | < 1 min read

দেশের কিছু শহরে ৫জি পরিষেবা শুরু হতে না হতেই শুরু হয়ে গেছে তাকে কেন্দ্র করে প্রতারণা চক্র। ফোন করে ৪জি গ্রাহকদের বলা হচ্ছে যে ফোন নম্বরে যাওয়া একটি ওটিপির মাধ্যমেই আপগ্রেড হয়ে যাবে সিম। সেই ওটিপি প্রতারকদের জানালেই সর্বনাশ – আপনার সব ব্যাঙ্ক ডিটেলস হাতিয়ে নিচ্ছে তারা। ওটিপি আসলে গ্রাহকের সম্মতিতে তাঁর নামে ই-সিম তৈরি করার নোটিফিকেশন। এই নোটিফিকেশনের ওটিপি জেনে নিলে, প্রতারকরা গ্রাহকের ই-মেল আইডি হ্যাক করে, অনলাইনে ভার্চুয়াল সিমের ‘কিউ আর কোড’ স্ক্যান করে গ্রাহকের মোবাইলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ কব্জা করে নিতে পারে।

আর গ্রাহকরা এই ফাঁদে পা দিলেই তাদের সর্বস্ব খোয়াতে হতে পারে। ফোনের ছবি, ভিডিও সহ নানা ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে গেলেই আসবে ব্ল্যাকমেলিংয়ের মেসেজ। এমনকি ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টও। তাই অপরিচিত নম্বর থেকে আসা ফোন বা মেসেজ সম্পর্কে সতর্ক থাকুন। কোনও ওটিপি কাউকে শেয়ার করবেন না।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সাইবার হানায় ৩০০ ভারতীয় ব্যাঙ্কের অনলাইনে পেমেন্ট বন্ধ
FacebookWhatsAppEmailShare
দেশে এবার চালু হবে ডিজিটাল পিন
FacebookWhatsAppEmailShare
বন্ধ হয়ে গেলো টুইটারের প্রতিদ্বন্দ্বী ‘কু’
FacebookWhatsAppEmailShare