বাংলা বিভাগে ফিরে যান

দীপাবলিতে কলকাতায় মোতায়েন সাড়ে চার হাজার পুলিশকর্মী

অক্টোবর 23, 2022 | < 1 min read

আজ আলোর উৎসবে কোনও রকমের অপরাধমূলক ঘটনা যাতে না ঘটে তাই সব রকমের প্রস্তুতি নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

শহরে মোতায়েন থাকবে ৪৫০০ পুলিশ। পাশাপাশি বিসর্জনের দিন আরও বাড়তি পাঁচশো পুলিশকে নিরাপত্তার দায়িত্বে রাখা হবে। এছাড়া, শব্দবাজি বা পরিবেশ দূষণকারী বাজি বিক্রি বা কেনার উপরেও থাকবে কড়া নজরদারি।

সাদা পোশাকে পুলিশ সর্বক্ষণ পর্যবেক্ষণ করবে। জোরে গানবাজনার ওপরও কড়া নজর রাখতে হবে ক্লাবগুলিকে। যে কোনওরকমের অশান্তি হলেই স্থানীয় থানা, ফাঁড়ি ও পিকেটে থাকা পুলিশ কর্মীদের জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। সব নিয়মকানুন মেনে ভাসান, শোভাযাত্রা করতে হবে।

দীপাবলিতে (Kali Pujo 2022) রাত ৮-১০টা ও ছট পুজোর দিন (৩০ অক্টোবর) সকাল ৬-৮টা অবধি বাজি পোড়ানো যাবে। পাশাপাশি, বড়দিন ও ইংরেজি নববর্ষের দিনে বাজি পোড়ানো সময় নির্ধারণ করে দিয়েছে পুলিশ। বড়দিন ও ইংরেজি নববর্ষের প্রাক্কালে রাত ১১.৫৫ মিনিট থেকে সাড়ে বারোটা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। তবে সবই পরিবেশবান্ধব বাজি হতে হবে।

এর পাশাপাশি অবৈধ বাজি অবৈধ বাজির খবর দিলেই রাজ্যের পক্ষ থেকে নগদ ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

অবৈধ বাজি, ডিজে, মাইক নিয়ে অভিযোগ জানান নিম্নলিখিত নম্বরে:

পর্ষদের কন্ট্রোল রুম: ১৮০০-৩৪৫-৩৩৯০ (টোল ফ্রি), (০৩৩) ২৩৩৫-৩৯১৩, ২৩৩৫-৮২১২

কলকাতা পুলিশ – ১০০

সবুজ মঞ্চের কন্ট্রোল রুম: ৬২৯০৯-০১৮৬২/৯৮৩০২-৬৮৯০২/৯২৩০৫-৬৮৯০২

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
FacebookWhatsAppEmailShare
বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare