বাংলা বিভাগে ফিরে যান

সাইক্লোন মোকাবিলায় প্রস্তুত বাংলা

অক্টোবর 23, 2022 | < 1 min read

nabanna - Nabanna annexe a 'den of goons' - Telegraph India

এবার আলোর উৎসবে আঁধার নিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। এই মর্মে কোমর বেঁধে ময়দানে নামছে প্রশাসন। গতকাল নবান্নে উচ্চ পর্যায়ের অফিসারদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব। সূত্রের খবর, যাবতীয় নজরদারি ও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ১০ জন IAS অফিসারকে। তাঁরা বিভিন্ন জেলার দায়িত্বে থাকছেন।

পানীয় জলের সমস্যা যাতে না হয়, তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ইতিমধ্যেই ২৮টি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট ইউনিট মোতায়েন করা হয়েছে। যেখানে মেশিনের সাহায্যে পানীয় জল তৈরি করা হবে।

জেলায় জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। অন্যদিকে বিপর্যয় মোকাবিলায় পঞ্চায়েত দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

কলকাতা সহ অন্যান্য পুরসভার প্রস্তুতি:

কলকাতার বিপজ্জনক বাড়িগুলি ফাঁকা করে বাসিন্দাদের পুরসভার স্কুল ও কমিউনিটি হলে সরিয়ে নিয়ে যাওয়া হবে।
আগামী সোম ও মঙ্গলবার পুর প্রাথমিক স্কুল বা কমিউনিটি হলেই তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা হবে।
মণ্ডপের বাঁশের বাঁধন শক্ত করতে হবে।
বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময়েও বাড়তি সতর্ক থাকবেন।
শনিবার থেকেই শহরের বাতিস্তম্ভগুলি পরীক্ষা করা হবে, যাতে জলমগ্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা এড়ানো যায়।
দুর্গতদের জন্য ত্রিপল ও শুকনো খাবারও মজুত করা হচ্ছে।
শহরের ৭৯টি পাম্পিং স্টেশনে ৪৩০টি পাম্প রয়েছে। জল নামাতে সেই পাম্পগুলি তৈরি রাখা হচ্ছে।
ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে।

বিদ্যুৎ দপ্তরের পদক্ষেপ:

CESC’র কন্ট্রোল রুম নম্বর – ১৯১২ (টোল ফ্রি), ৯৮৩১০৭৯৬৬৬/৯৮৩১০৮৩৭০০।

WBSEDCL’র কন্ট্রোল রুম নম্বর – ১৯১২১ (টোল ফ্রি), ৮৯০০৭৯৩৫০৩/৮৯০০৭৯৩৫০৪।

সব সাব স্টেশন ও কাস্টমার কেয়ার সেন্টার খোলা থাকবে। ৬৯৮১৭ কর্মী মোতায়েন থাকবে এবং ১৫৮২ অফিস খোলা থাকবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
FacebookWhatsAppEmailShare
বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare