পার্বণ বিভাগে ফিরে যান

এবার কালীপুজোর আকর্ষণ “জলে জ্বলা প্রদীপ”

অক্টোবর 19, 2022 | < 1 min read

কালীপুজো মানেই প্রদীপ, তবে এবার দীপাবলির মেইন অ্যাট্রাকশন “জলে জ্বলা প্রদীপ”।
সলতে পাকানো বা তেল ঢেলে জ্বালানোর ঝঞ্ঝাটই নেই এই প্রদীপে। ফাইবারের তৈরী এই প্রদীপে সলতের জায়গায় এলইডি আলো. প্রদীপের ভেতরে একটি অংশে ছোট্ট একটি ব্যাটারি ও সার্কিট রাখা। সাধারণত প্রদীপের যে অংশে তেল থাকে সেখানে দুটি স্ক্রু দেওয়া হয়েছে যার একটি নেগেটিভ, অপরটি পজিটিভ প্রান্ত। সেটির উপর জল ফেললে বিদ্যুৎ সংবহনের স্বাভাবিক নিয়মে শর্ট সার্কিট হয়ে নেগেটিভ ও পজিটিভ সংযোজিত হয়ে যাচ্ছে। যার ফলে প্রদীপের মুখে থাকা এলইডি আলোটিতে বিদ্যুৎ সংবহন হয়ে জ্বলে উঠছে এলইডি বাল্ব।

আবার জল ফেলে দিলে স্বাভাবিকভাবেই সেটি নিভে যাচ্ছে। কলকাতার পোদ্দার কোর্টের টিরেটি বাজারে এই প্রদীপ বিক্রি হচ্ছে হট কেকের মতো। মিলছে বড়বাজারের একাধিক জায়গাতেও। দাম ও সাধ্যের মধ্যেই – ৪০ থেকে ৫০ টাকা। তাহলে আর দেরি না করে এবার দীপাবলিতে বাড়ি সাজিয়ে ফেলুন সুপারহিট “জলে জ্বলা প্রদীপ” দিয়ে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

তারকেশ্বরে শ্রাবণী মেলার এবারের আকর্ষণ সংগ্রহশালা
FacebookWhatsAppEmailShare
পুজোয় কোন খাতে খরচ হবে অনুদানের ৮৫ হাজার টাকা?
FacebookWhatsAppEmailShare
পুজো কমিটিগুলির অনুদান বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়
FacebookWhatsAppEmailShare