বাংলা বিভাগে ফিরে যান

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আসছে নতুন অতিথি

অক্টোবর 14, 2022 | < 1 min read

শুধু পাহাড়ের মনোরম দৃশ্য নয়, এবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের টানেও পর্যটকদের আসতে হবে উত্তরবঙ্গে।


বাঘ, ভাল্লুকের পর এবার বেঙ্গল সাফারি পার্কে আসছে পশুরাজ সিংহ, স্লথ ভাল্লুক, মণিপুরী ডাইসিং ডিয়ার, এলবিনো ব্ল্যাক বার্ড ও জেব্রা, চারটি রয়্যাল বেঙ্গল শাবককে এনক্লোজারে ছাড়া হয়েছে। পাশাপাশি বাঘেদের প্রজননের বিষয়টিতেও জোর দেওয়া হচ্ছে।


আপাতত এখানে দু’টো করে হাতি সাফারি চলছে। আগামীতে এই সংখ্যা আট থেকে দশটি করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই স্লথ বিয়ারের জন্য রাঁচি, সিংহের জন্য আগ্রা ও হায়দরাবাদের চিড়িয়াখানার সঙ্গে কথা হয়েছে।


এছাড়া হরিণ, জেব্রা আলিপুর চিড়িয়াখানা থেকেই পাওয়া যাবে। নভেম্বর বা ডিসেম্বরের বৈঠকে ছাড়পত্র পাওয়ার আশা রাখছেন জু অথরিটির সদস্যরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কেষ্টর প্রত্যাবর্তন, বোলপুরে উৎসব
FacebookWhatsAppEmailShare
রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
FacebookWhatsAppEmailShare
বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare