দেশ বিভাগে ফিরে যান

‘ধর্মের আগে মানুষ’ এটাই বাংলার বিশেষত্ব, উল্টো ছবি গুজরাতে

অক্টোবর 12, 2022 | < 1 min read

দশমীর দিন জলপাইগুড়ির মাল নদীতে ভাসান দিতে আসা মানুষদের হড়পা বানে ভেসে যেতে দেখে স্থির থাকতে পারেননি তরিফুল ইসলাম, মহম্মদ মানিকরা।


বাঁচা-মরার পরোয়া না করে নদীতে ঝাঁপ দেন তারা, তাঁদের বীরত্বে বেঁচে ফেরেন ৩০ জন।
ঠিক উল্টো ছবি গুজরাতে মোদী জি’র নিজের জেলা খেদাতে। ৪ঠা অক্টোবর সেখানে দেখা যায় কয়েকজন মুসলিম যুবককে স্তম্ভে বেঁধে লাঠিপেটা করছে গুজরাত পুলিশ।
কি অভিযোগে এমন শাস্তি তা সুনিশ্চিত করে জানা যায়নি।


একই দেশের দুই প্রান্তের দুই রাজ্য, একদিকে সৌহার্দ্য ও ভালোবাসার ছবি আর অন্যদিকে ঘৃণা ও বিদ্বেষ। এমন বৈচিত্র্যময় ভারতবর্ষ মনে হয় নেতাজি-গান্ধীজিও কোনোদিন কল্পনা করেননি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare