দেশ বিভাগে ফিরে যান

রান্নার গ্যাসের সিলিন্ডার কেনার ঊর্দ্ধসীমা বেঁধে দিলো কেন্দ্র

সেপ্টেম্বর 29, 2022 | < 1 min read

সিলিন্ডারের অপব্যবহার রুখতে এবার একজন সাধারণ গ্রাহকের জন্য একটি সংযোগের ভিত্তিতে বছরে ১৫টি এবং মাসে সর্বোচ্চ ২টি ১৪.২ কেজির সিলিন্ডার দেওয়ার প্রাথমিক সীমা বেঁধে দিল কেন্দ্র। সিলিন্ডারগুলো বেআইনিভাবে বাণিজ্যিক কাজে লাগানো হয় বলে বহু দিন ধরে অভিযোগ আসছিলো।

সংশ্লিষ্ট মহলের একাংশের মত এই নিয়ম লাগু হলে, যেসব পরিবারে সদস্য বেশি তারা সমস্যায় পড়তে পারে। নতুন এই নিয়মে কারও বছরে ১৫টির বেশি সিলিন্ডার লাগলে আলাদা ভাবে আর্জি জানাতে হবে।

ভর্তুকি যদি আদৌ মেলে, তবে তা পাওয়া যাবে ১২টিতেই। ইন্ডেন, ভারত গ্যাস এবং এইচপি গ্যাস— তিন সংস্থার ক্ষেত্রেই নতুন নিয়ম চালু হয়েছে।

বর্তমানে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডার (১৯ কেজি) ১৯৯৫.৫০ টাকা। সাধারণ গ্রাহক ১৪.২ কেজির সিলিন্ডার কেনেন ১০৭৯ টাকা দিয়ে। তেল সংস্থার দাবি, দামের এই ফারাকের কারণেই কারচুপি হয়।

তেল সংস্থা সূত্রের খবর, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদেরও বার্ষিক সিলিন্ডারের ঊর্ধ্বসীমা ১৫। ১২টির দামেই ভর্তুকি পান তাঁরা। যার অঙ্ক সম্প্রতি বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। তবে বর্তমানে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ভর্তুকি আর প্রায় দিচ্ছেই না সরকার। বেশিরভাগ জায়গাতেই তা শূন্য, কোথাও নামমাত্র। কলকাতায় এখন ১৯.৫৮ টাকা।

সূত্র: আনন্দবাজার, প্রতিদিন

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare
হ্যাক হল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল
FacebookWhatsAppEmailShare
নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare