দুর্গোৎসব ২০২২ বিভাগে ফিরে যান

মহালয়া কি শুভ নাকি অশুভ?

সেপ্টেম্বর 25, 2022 | < 1 min read

কেউ কেউ বলেন, সেই হিসেবে যে, কারো শ্রাদ্ধ কর্মসূচি কীভাবে শুভ হতে পারে? আবার কেউ কেউ বলেন, এই দিন দেবীপক্ষের সূচনা

আসুন এই বিশেষ দিনের বিশেষ কিছু কথা জেনে নিই

আসানসোলের বার্নপুরের ধেনুয়া গ্রামে মহালয়ার মাত্র একদিন পূজিতা হন দশভুজা দুর্গা। একই দিনে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। সেই দিনেই হয় ঘট বিসর্জন।
আগেকার দিনে রাজবাড়ি, বনেদি বাড়ির যে পুজোগুলি হত, সেখানে কাঠামো পুজো হত জন্মাষ্টমীর দিন। মহালয়ার দিনে হত চক্ষুদান। সেই থেকে শুরু হয় চক্ষুদানের রীতি।
অনেক বনেদি বাড়িতেই আবার মহালয়ার পরের দিন, অর্থাৎ প্রতিপদের দিন চক্ষুদানের রীতি রয়েছে। কলকাতার শোভাবাজার রাজবাড়িতে দুর্গার চক্ষুদান হয় মহালয়ার পরের দিন। দূরদর্শন বাংলায় ১৯৯৭ সাল থেকে ভোর সাড়ে পাঁচটায় মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের নাট্যরূপ দেখানো শুরু করে

মহালয়ায় তর্পণ একটি বিশেষ অংশ। শুধু ছেলেরা নয়, মহিলারাও করতে পারেন তর্পণ।

রামায়ণ অনুযায়ী, দশরথের মৃত্যুর পর রামের অনুপস্থিতিতে সীতা তাঁর পিণ্ডদান করেছিলেন। মহাভারতে স্ত্রী পর্বে কৌরব রমণীদের তর্পণ করার উল্লেখ পাওয়া যায়।

আশ্বিনের শারদ প্রাতে আজ বাঙালির প্রাণের দুর্গোৎসবের সূচনা হলো, সবার পুজো ভালো কাটুক। শুভ শারদীয়া

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

হেরিটেজ উইক উপলক্ষে চলছে দুর্গা ফেস্টিভাল
FacebookWhatsAppEmailShare
বিশ্বমঞ্চে দুর্গাপুজোর প্রচারে বার্লিন পাড়ি বাংলার
FacebookWhatsAppEmailShare
শিল্পীরা ব্রাত্যই থাকলেন দুর্গা পুজো কার্নিভালে
FacebookWhatsAppEmailShare