ভ্রমণ বিভাগে ফিরে যান

ঝাড়খন্ডেই আছে একটুকরো ‘লন্ডন’

সেপ্টেম্বর 24, 2022 | < 1 min read

১৯৩৩ সালে কলকাতার ব্যবসায়ী ইটি ম্যাকলস্কি স্থানীয় রাজার কাছ থেকে ৯টি গ্রাম লিজে নিয়ে অ্যাংলো ইন্ডিয়ানদের থাকার আহ্বান জানান।

একসময়ে ম্যাকলক্সিগঞ্জে ৪০০টি অ্যাংলো পরিবারের বসবাস থাকলেও এখন সেখানে থাকে মাত্র ২৩টি পরিবার।

ম্যাকলক্সিগঞ্জের টাওয়ার, গির্জা ও ভূপ্রকৃতি দেখলে মনে হয় যেন একটুকরো লন্ডন।

হাওড়া শক্তিপুঞ্জ এক্সপ্রেস সোজা ম্যাকলাস্কিগঞ্জে নামায় রাত ১২টার পরে।

সেই ঝামেলায় না গিয়ে সোজা রাঁচি পৌঁছে কয়েক ঘন্টা গাড়িতে গেলেই ম্যাকলাস্কিগঞ্জ।

হাতে গোনা থাকার জায়গার মধ্যে আছে গোর্ডন গেস্ট হাউজ, রানাস কান্ট্রি কটেজ, ম্য়াকলাস্কিগঞ্জ গভরমেন্ট গেস্ট হাউজ, ড্রিম ডেস্টিনেশন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পুজোর আগে ঘুরপথে উত্তরবঙ্গ যাওয়ার বেশ কিছু ট্রেন
FacebookWhatsAppEmailShare
পর্যটকদের জন্য নতুন ঠিকানা অপরূপ পাশাবং
FacebookWhatsAppEmailShare
এই গরমে আপনার গন্তব্য হোক পাহাড়ি অফবিট গ্রাম চিসাং
FacebookWhatsAppEmailShare