দেশ বিভাগে ফিরে যান

গত ৮ বছরে মোদীর ৮ ভুল কাজের তালিকা

সেপ্টেম্বর 17, 2022 | < 1 min read

২০১৪-এ ক্ষমতায় আসার সময়ে গালভরা প্রতিশ্রুতি করলেও মোদী সরকারের রিপোর্ট কার্ডে কিন্তু লেখা আছে ‘ফেল’। ঘরে-ঘরে ১৫ লক্ষ টাকা দেওয়ার কথা বললেও অতিমারীর বাজারে ভারতের সর্বোচ্চ ১৪২জন ধনীকে ৩০ লক্ষ কোটি টাকা আয়ের পথ খুলে দিয়েছেন তিনি।


গায়ের জোরে পাশ করিয়েছিলেন কৃষি বিল, তা ফিরিয়ে নিতে হয়েছে কৃষকদের গণআন্দোলনে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিলেও এই বছর মে মাসে রেকর্ড ১৫% মুদ্রাস্ফীতি হয়েছে ভারতে। রান্নার গ্যাসের দাম ১০০০ টাকা, পেট্রোল-ডিজেলকে সেঞ্চুরি পার করানোর মতো কাজও আছে নরেন্দ্র মোদীর ঝুলিতে।


২ কোটি চাকরি দেবেন বলে ৪৫ বছরে সর্বাধিক বেকারত্ব এনেছেন মোদী জি।
২০১৬-য় নোটবন্দি করে মানুষকে হয়রান ও ৫০ লক্ষ চাকরি চলে যাওয়ার রাস্তা প্রশস্ত করেছেন। ৫ ট্রিলিয়নের অর্থনীতির কথা বললেও ৫% জিডিপি বৃদ্ধি করতে হিমশিম খায় মোদী সরকার, যেখানে আগের সরকারের আমলে তা বাড়তো ১০%-এর হারে।
যত দিন যাচ্ছে, মোদী সরকারের রিপোর্ট কার্ডে ‘এফ’-এর সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare